সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)র বিরুদ্ধে মৌলালিতে দিনভর সমাবেশ করল সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি। বামফ্রন্টের মহিলা সংগঠনগুলিও ওই সমাবেশে যোগ দেয়। রাজাবাজার, লোহাপুল এবং গার্ডেনরিচের সিএএ এবং এনআরসি বিরোধী অবস্থান থেকেও মহিলা প্রতিনিধিরা ওই কর্মসূচিতে যোগ দেন। প্রগতিশীল মহিলা সমিতির রাজ সম্পাদক ইন্দ্রাণী দত্ত বলেন, ‘‘হিংসা ও বিদ্বেষের রাজনীতি থেকে দেশকে বাঁচানোর উদ্যোগ হিসাবে এই সমাবেশ আমরা করেছি।’’