Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Kali Puja 2024

পুজোয় মিলে গেল সব রং

উদ্বোধনে প্রদীপ প্রজ্জ্বলন করেন স্বামী স্তুতানন্দ। আমহার্স্ট স্ট্রিটের ৮৩তম বর্ষের এই পুজোর উদ্বোধনের অনুষ্ঠানে যেমন যোগ দিয়েছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক বিবেক গুপ্ত, তেমনই ছিলেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী অঞ্জনা বসু।

‘আমহার্স্ট স্ট্রিট সাধারণ’-এর কালী পুজোর উদ্বোধনে অভিনেত্রী অঞ্জনা বসু, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, বিধায়ক বিবেক গুপ্ত, প্রয়াত সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র প্রমুখ।

‘আমহার্স্ট স্ট্রিট সাধারণ’-এর কালী পুজোর উদ্বোধনে অভিনেত্রী অঞ্জনা বসু, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, বিধায়ক বিবেক গুপ্ত, প্রয়াত সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র প্রমুখ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ০৬:২৯
Share: Save:

প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের কালী পুজো ছিল উত্তর কলকাতার এক মিলনক্ষেত্র। সোমেনের স্মৃতি বিজড়িত ‘আমহার্স্ট স্ট্রিট সাধারণে’র সেই পুজোর উদ্বোধনকে কেন্দ্র করে মঙ্গলবার মিলে গেল সব রাজনৈতিক রং।

‘আমহার্স্ট স্ট্রিট সাধারণ’-এর কালী পুজোর উদ্বোধনে অভিনেত্রী অঞ্জনা বসু, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, বিধায়ক বিবেক গুপ্ত, প্রয়াত সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র প্রমুখ।

‘আমহার্স্ট স্ট্রিট সাধারণ’-এর কালী পুজোর উদ্বোধনে অভিনেত্রী অঞ্জনা বসু, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, বিধায়ক বিবেক গুপ্ত, প্রয়াত সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র প্রমুখ। —নিজস্ব চিত্র।

উদ্বোধনে প্রদীপ প্রজ্জ্বলন করেন স্বামী স্তুতানন্দ। আমহার্স্ট স্ট্রিটের ৮৩তম বর্ষের এই পুজোর উদ্বোধনের অনুষ্ঠানে যেমন যোগ দিয়েছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক বিবেক গুপ্ত, তেমনই ছিলেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী অঞ্জনা বসু। সংগঠনের পতাকা উত্তোলন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। ছিলেন শিখা মিত্র, রোহন মিত্রেরাও। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোমেনের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী কংগ্রেস নেতা বাদল ভট্টাচার্য। উদ্যোক্তাদের তরফে সুমন রায়চৌধুরী অবশ্য বলেছেন, অঞ্জনাকে অভিনেত্রী ও বিবেককে বিধায়ক হিসেবেই আমন্ত্রণ জানানো হয়েছিল। দলের রং দেখে নয়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE