Advertisement
E-Paper
BB_2025_Lead Zero Banner

‘জনজাতি সমাজের মানুষ রাষ্ট্রপতি, তাই সংসদ ভবন উদ্বোধনে ডাকা হয়নি’, বিজেপিকে তোপ অভিষেকের

অভিষেক বলেন, “প্রধানমন্ত্রীর হাতে রিমোট কন্ট্রোল থাকলে, আপনার হাতে ইভিএমের বোতাম রয়েছে।” নোটবাতিল নিয়েও তিনি বলেন, “আর নোট বদলের জন্য নয়, প্রধানমন্ত্রী বদলের জন্য লাইনে দাঁড়ান।”

Abhishek Banerjee raised concern on president Draupadi Murmu’s absence in new parliament opening ceremony

‘জনজাতিরা গর্ব’, পুরুলিয়ার জনসভা থেকে বললেন অভিষেক। ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০২৩ ১৮:০৫
Share
Save

নয়াদিল্লিতে নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে জাতীয় রাজনীতিতে বিতর্ক চলছেই। ১৯টি বিরোধী দল একযোগে জানিয়ে দিয়েছে, রবিবারের উদ্বোধনী অনুষ্ঠানে তারা উপস্থিত থাকছে না। দেশের সাংবিধানিক প্রধান হওয়া সত্ত্বেও কেন রাষ্ট্রপতির বদলে প্রধানমন্ত্রী সংসদ ভবনের উদ্বোধন করবেন, তা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। এ বার পুরুলিয়ার জনসভা থেকে সেই প্রশ্নই উস্কে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতিকে উদ্বোধনে না রাখার কারণও ব্যাখ্যা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর কথায়, “পার্লামেন্টের নতুন ভবনের উদ্বোধন হবে। সেখানে এক জন জনজাতি, মূলবাসী, আমাদের গর্ব যাঁরা, সেই এসটি প্রতিনিধি আমাদের দেশের রাষ্ট্রপতি বলে, তাঁকে আজ সংসদ ভবনের উদ্বোধনে ডাকা হল না।” তাঁর আরও সংযোজন, “উদ্বোধনে তাঁকে ডাকা দূরের কথা, আমন্ত্রণপত্রে তাঁর নামও উল্লেখ করা হয়নি।”

বৃহস্পতিবার পুরুলিয়ার হুটমুড়া ময়দানে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গ্রামীণ প্রকল্পের বরাদ্দ বন্ধ করে রাখার অভিযোগ তোলেন অভিষেক। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী রিমোট কন্ট্রোল করে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছেন।” তার পরই সমবেত জনতার উদ্দেশে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর হাতে রিমোট কনট্রোল থাকলে, আপনার হাতে ইভিএমের বোতাম রয়েছে।” ২০০০ টাকার নোটবাতিল নিয়েও কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে অভিষেক বলেন, “এ বার নোট বদলের জন্য নয়, প্রধানমন্ত্রী বদলের জন্য লাইনে দাঁড়ান।” তবে পুরুলিয়ার মতো তফসিলি জাতি এবং জনজাতি অধ্যুষিত জেলায় অভিষেক যে ভাবে, সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘ব্রাত্য’ করে রাখা নিয়ে সরব হয়েছেন, তাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অভিষেকের কথায় উঠে আসে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের প্রসঙ্গও। দলিত সমাজের প্রতিনিধি হওয়ার কারণে তাঁকে সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে ডাকা হয়নি বলে অভিযোগ করেন অভিষেক। এর বিরুদ্ধে সবাইকে সরব হওয়ার ডাক দেন তিনি।

পুরুলিয়াবাসীর প্রতি খানিক অনুযোগের সুরেই অভিষেক জানান, ২০১৯ সালে ধর্ম এবং জাতীয়তাবাদের কারণে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল। এ বার সকলকে উন্নয়নের জন্য ভোট দেওয়ার আর্জি জানান অভিষেক। পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো ৪ বছরে এলাকায় কী কাজ করেছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল জিতলে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। পুরুলিয়ায় কোনও দলের জয়-পরাজয় নির্ধারিত হয় তফসিলি জাতি এবং জনজাতি ভোটের মাধ্যমেই। গত লোকসভায় এই ভোটের সিংহভাগ গিয়েছিল বিজেপির দিকে। পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের আগে জনজাতি আবেগকে অভিষেক উস্কে দেওয়ার চেষ্টা করলেন বলে মনে করা হচ্ছে। অভিষেকের সভা যখন চলছে, সে সময় ঝড়বৃষ্টি চলছিল। সে দিকে ইঙ্গিত করে অভিষেক বলেন, “এটা মানুষের ঝড়, নইলে বিরোধীদের চক্রান্ত বন্ধ করা যাবে কী করে?” তৃণমূল সূত্রে খবর, শনিবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে দলের নবজোয়ার যাত্রা কর্মসূচিতে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন সেখানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। এর আগে মালদহে দলের নবজোয়ার যাত্রা কর্মসূচিতে একই মঞ্চে দেখা গিয়েছিল মমতা এবং অভিষেককে।

Abhishek Banerjee purulia ST Draupadi Murmu

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।