Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Harassment

প্রতিবাদের অদূরেই উত্ত্যক্ত তরুণী, আটক দুই অভিযুক্ত

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার অশোকনগর স্টেডিয়ামের কাছে চলছিল ‘দ্রোহের আলো’ কর্মসূচি। তখন ওই তরুণী তাঁর বন্ধুর সঙ্গে সাইকেলে স্টেডিয়ামের সামনে থেকে নৈহাটি রোডের দিকে যাচ্ছিলেন।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নিজস্ব সংবাদদাতা
অশোকনগর শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ০৬:২৪
Share: Save:

আর জি করের ঘটনার প্রতিবাদে কর্মসূচি চলাকালীনই তার থেকে ঢিল ছোড়া দূরত্বে ‘ইভটিজ়িং’ বা যৌন হেনস্থার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার অশোকনগরে। সোমবার রাতের ঘটনা। দু’জনকে আটক করেছে পুলিশ। আরও দুই অভিযুক্ত পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার অশোকনগর স্টেডিয়ামের কাছে চলছিল ‘দ্রোহের আলো’ কর্মসূচি। তখন ওই তরুণী তাঁর বন্ধুর সঙ্গে সাইকেলে স্টেডিয়ামের সামনে থেকে নৈহাটি রোডের দিকে যাচ্ছিলেন। মোটরবাইকে উল্টো দিক থেকে আসা চার যুবক তরুণীকে লক্ষ্য করে কটূক্তি করে। বন্ধু প্রতিবাদ করলে তাঁকে মারধরের চেষ্টা হয়। ওই যুবকেরা সরে যাওয়ার চেষ্টা করলে তরুণী ও তাঁর বন্ধু ফোনে পরিচিতদের ডাকেন। তাঁরা পথ আটকালে দু’জন পালায়। বাকিরা ধরা পড়ে। থানায় অভিযোগ হয়েছে। তরুণীর কথায়, “আর জি কর কাণ্ডে এখনও সর্বত্র প্রতিবাদ হচ্ছে। এর মধ্যে এমন ঘটনা। এটুকু সুরক্ষা না থাকলে পথেঘাটে চলাফেরা করব কী ভাবে!” স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরাও ঘটনার প্রতিবাদ করেছেন।

অন্য বিষয়গুলি:

Detained harassment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE