Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
baduria

Arsenic free water: বাড়ি বাড়ি আর্সেনিকমুক্ত পানীয় জল পৌঁছে দেওয়াই লক্ষ্য

নবনির্বাচিত পুরপ্রধানেরা এলাকার সমস্যা নিয়ে কী বলছেন, নতুন কী পরিকল্পনা। আজ বাদুড়িয়ার কথা।

দীপঙ্কর ভট্টাচার্য।

দীপঙ্কর ভট্টাচার্য।

নির্মল বসু 
বাদুড়িয়া শেষ আপডেট: ২৮ মার্চ ২০২২ ০৬:১৭
Share: Save:

আনন্দবাজার: পুরপ্রধান হয়ে কোন বিষয়ে প্রাধান্য দেবেন?

দীপঙ্কর: বাড়ি বাড়ি আর্সেনিকমুক্ত পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার চেষ্টা করব।

আনন্দবাজার: রুদ্রপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে অনেকের ক্ষোভ আছে। এ নিয়ে কিছু ভাবছেন?

দীপঙ্কর: আগের থেকে চিকিৎসা ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। আরও ভালো যাতে হয়, সেই চেষ্টা করব।

আনন্দবাজার: যানজটের সমস্যা কমানোর কথা কী ভাবছেন?

দীপঙ্কর: শহরের মধ্যে দিয়ে ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করেছি। আইন না মানলে জরিমানা করা হবে।

আনন্দবাজার: ইছমতী নদীর উপরে সেতুর কাজ কি শেষ হবে?

দীপঙ্কর: ইছামতী সেতুর কাজ শেষ করায় অনেক খরচ। পুরসভার পক্ষে তা সম্ভব নয়। তবে যাতে সেতুর কাজ দ্রুত শেষ হয়, সে জন্য সংশ্লিষ্ট সব দফতরের সঙ্গে কথা চালিয়ে যাব।

আনন্দবাজার: বর্ষার জল জমার হাত থেকে মুক্তি পেতে কী ব্যবস্থা নিচ্ছেন?

দীপঙ্কর: বর্ষার জমা জল কী ভাবে নদীতে ফেলা যায়, তা নিয়ে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে প্রযোজনীয় ব্যবস্থা নেব।

আনন্দবাজার: সাংস্কৃতিক চর্চার জন্য নির্দিষ্ট সাংস্কৃতিক কেন্দ্রের প্রয়োজন। মানুষের সেই ইচ্ছাপূরণ করবেন কী ভাবে হবে ভাবছেন?

দীপঙ্কর: সাংস্কৃতিক চর্চা যাঁরা করেন, তাঁদের সঙ্গে কথা বলে কী ভাবে এ বিষয়ে এগোনো যায়, তা দেখা হবে।

আনন্দবাজার: প্লাস্টিকদূষণ বন্ধ করতে কি কোনও ব্যবস্থা নেবেন?

দীপঙ্কর: বাজারে বাজারে প্রচার চালিয়ে যাওয়া হবে। তাতেও কাজ না হলে আইনের ব্যবস্থা নিতে হবে।

আনন্দবাজার: শব্দদূষণ কমানোর কথা কিছু ভাবছেন?

দীপঙ্কর: শব্দদূষণ বন্ধ করতে মানুষের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ ঠিক করা হবে।

আনন্দবাজার: আবর্জনা সাফাই আটকাতে কী পরিকল্পনা?

দীপঙ্কর: শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে আমার অন্যতম প্রধান কাজ।

আনন্দবাজার: এ ছাড়া উন্নয়ন নিয়ে অন্য ভাবনা?

দীপঙ্কর: পুরো এলাকার মাঝ দিয়ে বয়ে যাওয়া নদীবাঁধ মজবুত করা হবে। যে কোনও উন্নয়নের স্বার্থে সকলের মতামতকে গুরুত্ব দেওয়া হবে আমার লক্ষ্য।

অন্য বিষয়গুলি:

baduria chairman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy