দুবাই থেকে বাংলাদেশ হয়ে ভারতে সোনা পাচারের চেষ্টা বানচাল করল বিএসএফ। উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে আটক এক পাচারকারী। বাহিনী সূত্রে খবর, বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনস্থ ১৪৫ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানেরা ওই চোরাকারবারিকে পাকড়াও করেছেন। তাঁর কাছ থেকে ৫৬৫ গ্রাম সোনাও উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
বিএসএফ সূত্রে খবর, গোপন সূত্র মারফত সোনা পাচার সংক্রান্ত তথ্য মিলেছিল। সেইমতোই সীমান্তে তল্লাশি শুরু হয়। বাড়ানো হয় নজরদারি। বাংলাদেশ থেকে এ পারে যাঁরা প্রবেশ করছিলেন, তাঁদের তল্লাশি চালানোর সময়েই এক জনের গতিবিধি দেখে সন্দেহ হয় জওয়ানদের। তাঁর দাঁড় করিয়ে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি হতেই সোনার উপস্থিতি জওয়ানদের নজরে আসে। জিজ্ঞাসাবাদে যথাযথ উত্তর দিতে পারেননি ওই ব্যক্তি। এর পর ওই ব্যক্তিকে আটক করে আবার জিজ্ঞাসাবাদ করা হয়। চাপের মুখে শরীরে সোনা লুকিয়ে রাখার কথা স্বীকার করে নেন তিনি।
বাহিনী সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত জেরায় জানিয়েছেন, তিনি মুম্বইয়ের বাসিন্দা। দুবাইয়ে তিনি ফ্যাশন ডিজ়াইনার হিসাবে কাজ করেন। বেশি টাকা রোজগার করতেই দুবাই থেকে বাংলাদেশ হয়ে ভারতে সোনা পাচারের ছক কষেছিলেন।