এক মহিলার মুণ্ডহীন দেহ পড়েছিল জাতীয় সড়কের উপর। পুজোর সকালে ওই দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালে ডায়মন্ডহারবার থানার রত্নেশ্বরপুর এলাকায়।
সোমবার অর্থাৎ দুর্গাপুজোর নবমীর সকালের ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার রত্নেশ্বরপুর এলাকার ১১৭ নম্বর জাতীয় সড়কের উপরে সাতসকালে এক মহিলার মুন্ডুকাটা দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন পুলিশকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে আনে ডায়মন্ড হারবার থানার পুলিশ। তার পর দেহটি ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়। আপাতত ওই মহিলার পরিচয় জানা যায়নি। তবে ওই মহিলার পরিচয় জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
একই সঙ্গে মৃত্যুর সময়, কোথা থেকে কী ভাবে ওই দেহ জাতীয় সড়কের উপর এল, তা জানতেও তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:
-
ভিড়ে ঠাসা দোকানে ঢুকে দোকানদারকে পর পর কোপ! অষ্টমীর সন্ধ্যায় প্রকাশ্যে খুন ইসলামপুরে
-
উৎসবের শেষ দিন সকালে যান চলাচল স্বাভাবিক, নবমী নিশির ভিড় সামলাতে প্রস্তুতি নিচ্ছে পুলিশ
-
ঠাকুর দেখতে বেরিয়ে গতির ঝড়, বাইক দুর্ঘটনায় পর পর মৃত্যু সাগরদিঘি, ডায়মন্ড হারবারে
-
মহোৎসবের শেষ দুপুর স্যাঁতসেঁতে করে দিল বৃষ্টি, ছাতা নিয়েই রাস্তায় মানুষ, চিন্তা বাড়ছে রাত নিয়ে