আঙুলের উপর নকল নখ লাগাবেন বলে তা অনলাইনে অর্ডার করেছিলেন তরুণী। নির্দিষ্ট দিনে তরুণীর বাড়ির ঠিকানায় পৌঁছে গেল অর্ডারটি। কিন্তু বাক্স খুলতেই চমকে গেলেন তরুণী। বাক্সের ভিতর পড়ে রয়েছে কাটা হাতের দু’টি টুকরো। রয়েছে কাটা পা-ও। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘দ্যমেসার্সব্লেকলি_’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বাক্স থেকে কাটা হাতের টুকরো বার করে ক্যামেরায় দেখাচ্ছেন এক তরুণী। তিনি জানান যে, নকল নখ পরবেন বলে অনলাইনে অর্ডার দিয়েছিলেন তিনি। বাড়ির ঠিকানায় অর্ডার পৌঁছোতেই বাক্স খুলে ফেলেন তরুণী। তবে বাক্স খুলে ফেলে চমকে ওঠেন তিনি। তরুণী দেখেন, বাক্সের ভিতর কাটা হাত-পায়ের টুকরো। কিন্তু সেই টুকরোগুলি প্লাস্টিকের ব্যাগ দিয়ে মোড়ানো।
https://t.co/VEggrfXdDl pic.twitter.com/2moF8W3Zk6
— Anonymous_girl (@srutimisra_789) April 16, 2025
প্লাস্টিকসমেত হাতটি তুলে ধরে তরুণী দেখেন যে, তা সিলিকনের তৈরি। নকল নখগুলি লাগানোর জন্য সিলিকনের তৈরি নকল হাত ব্যবহার করা হয়েছে। কিন্তু সেগুলি এতটাই নিপুণ ভাবে তৈরি করা হয়েছে যে, এক নজরে দেখলে মনে হবে সেগুলি আসল। সমাজমাধ্যমে এই ভিডিয়োটি ছড়িয়ে যাওয়ায় তা দেখে অবাক হয়ে যান নেটাগরিকেরাও। এক জন লিখেছেন, ‘‘আমি যদি বাক্স খুলে এমন হাতের টুকরো পেতাম তা হলে মনে হয় ভয়ে জ্ঞান হারিয়ে ফেলতাম।’’