Advertisement
১৫ জানুয়ারি ২০২৫
virat kohli

কয়েক খণ্ড ভুট্টার দাম ৫২৫ টাকা! খাবার খেয়ে বিরাটের রেস্তরাঁর ‘সুনাম’ করলেন তরুণী

বিরাটের রেস্তরাঁ ‘ওয়ান এইট কমিউনে’র খাবারের দাম নিয়ে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন হায়দরাবাদের এক তরুণী। তিনি সম্প্রতি হায়দরাবাদের ওই রেস্তরাঁয় খাবার অর্ডার দেন।

Woman expressed her disappointment after ordering a corn dish in viral kohli restaurant

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৬:৫৮
Share: Save:

বড় একটি প্লেটে কেতাদুরস্ত ভাবে সাজানো কয়েক টুকরো ভুট্টা। তার দাম পাঁচশো পঁচিশ টাকা! মহার্ঘ সেই ভুট্টা নিয়ে সরগরম সমাজমাধ্যম। এই বিতর্কে জড়়িয়েছে বিরাট কোহলির নামও। বিরাট কোহলির মালিকানাধীন রেস্তরাঁর একটি খাবার নিয়ে জলঘোলা হয়েছে সম্প্রতি। বিরাটের রেস্তরাঁ ‘ওয়ান এইট কমিউনে’র খাবারের দাম নিয়ে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন হায়দরাবাদের এক তরুণী। ‘ইন্ডিয়ান স্কুল অফ বিজ়নেস’-এর ছাত্রী স্নেহা প্রভু সম্প্রতি হায়দরাবাদের ওই রেস্তরাঁয় খাবারের অর্ডার দেন। রেস্তরাঁর মেনু থেকে তিনি বেছে নিয়েছিলেন ভুট্টার এই বিশেষ পদটি। পদটির নাম পেরি পেরি কর্ন রিবস। চিজ়, রসুন দিয়ে তৈরি বিশেষ একটি সস্ ও পেঁয়াজ শাক দিয়ে এই পদটি পরিবেশন করা হয়। তার বদলে তাঁকে যা পরিবেশন করা হয়েছে তার ছবি তিনি নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন।

প্রিয়ার পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, কয়েকটি টুকরো পাতিলেবু, সামান্য পরিমাণে সস্ ও পেঁয়াজ শাকের কুচি দিয়ে পরিবেশন করা হয়েছে ভুট্টা। সেই খাবারটির দাম কর ছাড়া ধরা হয়েছে ৫২৫ টাকা। এই নিয়ে রেস্তরাঁকে একহাত নিয়েছেন ওই ছাত্রী। এই খাবারের যে এত দাম হতে পারে সে সম্পর্কে কোনও ধারণাই ছিল না তাঁর বলে দাবি করেছেন তিনি। পোস্টটি ছড়িয়ে পড়ার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেটাকগরিকদের মধ্যে। তরুণীর অভিযোগ নিয়ে দ্বিধাবিভক্ত সমাজমাধ্যম। এক পক্ষ মনে করছেন, খাবার অর্ডার করার সময় এর দাম সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন স্নেহা, জেনেশুনেই তিনি পদটি অর্ডার করেছেন । এক জন লিখেছেন, ‘‘অর্ডার করার আগেই তো আপনি জানতেন প্লেটে কী আসতে চলেছে।’’

অন্য পক্ষ অবশ্য স্নেহার পাশে দাঁড়িয়ে কটাক্ষ করে লিখেছেন, ‘‘৪৫ টাকার সেদ্ধ ভুট্টার জন্য ৫২৫ টাকা!’’ এক জন নেটমাধ্যম ব্যবহারকারী বলেছেন, ‘‘এটি ওভাররেটেড রেস্তরাঁ।’’

অন্য বিষয়গুলি:

Restaurant Hydrabad corn menu Dish
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy