Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
Viral Video

‘খাইকে পান বনারসওয়ালা’, স্বাধীনতা দিবসে উদ্দাম নাচ চার পুলিশকর্মীর! ভিডিয়ো প্রকাশ্যে

ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে গান্ধীবাগ এলাকার ওই থানা গেরুয়া-সাদা-সবুজ বেলুনে ঢেলে সাজানো হয়েছে। থানার বাইরে দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েক জন পুলিশ আধিকারিক।

Viral Video of policemen dance on Bollywood song

চার পুলিশের উদ্দাম নাচ! ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৪ ১২:৪৪
Share: Save:

স্বাধীনতা দিবসের দিন থানা চত্বরে বলিউডের গান চালিয়ে উদ্দাম নাচ! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তিন মাসের জন্য সাসপেন্ড করা হল এক সহকারী সাব ইন্সপেক্টর-সহ মোট চার জন পুলিশ আধিকারিককে। নাগপুরের গান্ধীবাগ এলাকায় ঘটনাটি ঘটেছে। চার পুলিশ আধিকারিকের নাচের ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে (যদিও ভিডিয়োটি সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে গান্ধীবাগ এলাকার ওই থানা গেরুয়া-সাদা-সবুজ বেলুনে ঢেলে সাজানো হয়েছে। থানার বাইরে দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েক জন পুলিশ আধিকারিক। হঠাৎ মাইকে জনপ্রিয় বলিউড গান ‘খাইকে পান বনারসওয়ালা’ বাজতে শুরু করে। সেই গানেই নাচ শুরু করেন তহসিল থানার এএসআই সঞ্জয় পাটাঙ্কর, হেড কনস্টেবল আব্দুল কাইয়ুম গনি, ভাগ্যশ্রী গিরি এবং কনস্টেবল নির্মলা গাওলি। বিভিন্ন ভঙ্গিমায় কোমর দুলিয়ে নাচতে শুরু করেন তাঁরা। সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়ো ভাইরাল হতে সমাজমাধ্যমে সমালোচনারও মুখোমুখি হতে হয়েছে তাঁদের।

কর্তব্যরত অবস্থায় ইউনিফর্ম গায়ে ওই ভাবে নাচ করার শাস্তিও পেতে হয়েছে চার পুলিশকর্মীকে। তাঁদের তিন মাসের জন্য সাসপেন্ড করেছেন কর্তৃপক্ষ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nagpur police Dance Bollywood song Viral Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE