ছবি: সংগৃহীত।
গাড়ির গতি থামাতে রাস্তায় দেওয়া হয়েছিল স্পিড ব্রেকার। সেই উদ্যোগের ফল হল উল্টো। স্পিড ব্রেকারে পড়তেই একের পর এক গাড়ি হাউইয়ের গতিতে ‘উড়তে’ শুরু করল। এমনই এক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা গিয়েছে একের পর এক গাড়ি শূন্যে যেন উড়ে চলছে। শুধু গাড়ি নয়, ভারী ট্রাককেও লাফিয়ে উঠতে দেখা দিয়েছে। ‘বানি পুনিয়া’ নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা।
ভিডিয়োয় দেখা গিয়েছে রাতের অন্ধকারে প্রবল গতিতে ছুটে যাচ্ছে একের পর এক গাড়ি। একটি সাদা সেডানকে আসতে দেখা গেল। স্পিড ব্রেকারে গাড়িটি পড়তেই উঁচুতেই উঠে পড়ে প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার জোগাড় হল সেডানটির। সমাজমাধ্যমে লেখা হয়েছে গুরুগ্রামের সেক্টর ৫৪ চক মেট্রো স্টেশন এবং সেন্ট্রাল প্লাজ়ার মাঝখানে এই স্পিড ব্রেকারটি বসানো হয়েছে। যার কারণে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। এমনকি রাস্তা পারাপার করাও পথচারীদের পক্ষে বিপজ্জনক হয়ে উঠছে বলে দাবি করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy