প্ল্যাটফর্মের পাশে দিয়ে হোস পাইপ দিয়ে এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের গায়ে জল ছেটাচ্ছেন এক দল তরুণ। সে নিয়ে প্রশ্ন করলে মারমুখী ভাবে তেড়ে যাচ্ছেন তাঁরা। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্ল্যাটফর্ম থেকে নীচে নেমে রেললাইনে দাঁড়িয়ে রয়েছেন জনা কয়েক তরুণ। তাঁদের হাতে হোস পাইপ। প্রচণ্ড গতিতে জলের ধারা বেরিয়ে আসচ্ছে পাইপের মুখ থেকে। আর সেই জল বিপজ্জনক ভাবে কামরার ভিতর এবং দরজায় দাঁড়িয়ে থাকা যাত্রীদের উপর ছেটাচ্ছে তরুণের দল। যাত্রীদের কেউ ট্রেন থেকে প্রশ্ন করলে পাল্টা মেজাজ দেখাচ্ছে তারা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘আওয়ার-ক্যান্টালোপ ৭০৯৯’ নামের রেডিট অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘কী বিপজ্জনক! জলের ধাক্কায় কোনও যাত্রী যদি লাইনে পড়ে যেতেন! এই সব মানুষের জন্যই বিপদ ঘটে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘শাস্তিযোগ্য অপরাধ। দোষীদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তি দেওয়া উচিত।’’