স্কুটারে চেপে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা। স্কুলে পৌঁছোনোর পর তিনি দেখেন যে, তাঁর স্কুটারে কাদা লেগে গিয়েছে। তাই দুই ছাত্রকে তাঁর স্কুটার পরিষ্কার করার নির্দেশ দিলেন তিনি। ক্লাস শুরু হয়ে গেলেও ওই দুই পড়ুয়াকে রেহাই দিলেন না তিনি। পাহারায় থেকে স্কুটার থেকে কাদা পরিষ্কার করাচ্ছিলেন সেই শিক্ষিকা। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘সুমন’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, স্কুলের মাঠে দাঁড়িয়ে দুই ছাত্রকে দিয়ে স্কুটার পরিষ্কার করাচ্ছেন এক শিক্ষিকা। সমস্ত শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষিকারা পড়াচ্ছেন। কিন্তু এই দুই ছাত্রকে ক্লাসে পাঠাননি শিক্ষিকা। বরং নিজে পাহারায় থেকে তাদের দিয়ে নিজের স্কুটার পরিষ্কার করাচ্ছেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি বিহারের ভাগলপুরের জগদীশপুর জেলার একটি স্কুলে ঘটেছে। স্কুল চত্বরের সামনে দাঁড়িয়ে এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন এক প্রত্যক্ষদর্শী। সমাজমাধ্যমের পাতায় এই ভিডিয়োটি ছড়িয়ে যাওয়ায় তা নজর কেড়েছে জেলার শিক্ষা দফতরের এক আধিকারিকের। তিনি জানিয়েছেন যে, এই বিষয়ে তাড়াতাড়ি তদন্ত শুরু করা হবে।
তবে ভিডিয়োটি দেখার পর শিক্ষিকার সমালোচনা করেছেন নেটাগরিকদের একাংশ। তাঁদের দাবি, শিক্ষিকা হয়ে এমন আচরণ করা একেবারেই অশোভন। এক জন লিখেছেন, ‘‘স্কুটারের কাদা তো পরিষ্কার করিয়ে ফেললেন। মনের কাদা কী ভাবে পরিষ্কার করবেন?’’