সচিবদের দফতরে মৌমাছিদের হানা! কামড় খেয়ে অসুস্থ হলেন দুই সিআইএসএফ জওয়ান-সহ মোট ছ’জন। তাঁদের মধ্যে এক সিআইএসএফ জওয়ানের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার চণ্ডীগড়ে হরিয়ানার একটি সচিবালয়ে ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১টা নাগাদ চণ্ডীগড়ের ওই সচিবালয়ের মূল ফটকে ঘটনাটি ঘটে। ক্যামেরাবন্দি হয় ঘটনাটি। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মৌমাছির আক্রমণে সচিবালয়ের বাইরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। দৌড়োদৌড়ি শুরু করেন সচিবালয়ের কর্মীরা। সিআইএসএফ কর্মীরাও জ্যাকেট দিয়ে শরীর ঢেকে মৌমাছির হুল থেকে বাঁচার চেষ্টা করেন। বেশ কয়েক জন সরকারি কর্তা গাড়ি চেপে এলাকা ছেড়ে পালিয়ে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। খবরে বলা হয়েছে, মৌমাছির কামড় খেয়ে এক সিআইএসএফ জওয়ান অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।
আরও পড়ুন:
মঙ্গলবার দুপুরে ‘সাহিল রুখায়া’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় উঠেছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার উদ্বেগ প্রকাশ করেছেন। উল্লেখ্য, গত শনিবার মহারাষ্ট্রের নবী মুম্বইয়ের কর্নালা অভয়ারণ্যে মৌমাছির একটি ঝাঁকের আক্রমণে ৪৪ বছর বয়সি এক পর্যটকের মৃত্যু হয়। আহত হন সাত জন।