Advertisement
১৭ জানুয়ারি ২০২৫
viral video

চলন্ত ট্রেন থেকে পিছলে পড়লেন বৃদ্ধা! টেনে তুলে প্রাণ বাঁচালেন জওয়ান, রইল ভাইরাল ভিডিয়ো

এক জন মহিলা যাত্রী কোচ নম্বর জি-৯ থেকে দ্রুত নামার চেষ্টা করার সময় ট্রেন এবং প্ল্যাটফর্মের মধ্যে ছিটকে পড়ে যান। সেখানেই দাঁড়িয়ে ছিলেন আরপিএফের কনস্টেবল গোদারা।

Video of a RPF jawan saved a female passenger\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s life at Kanpur Central Station went viral

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১০:৫২
Share: Save:

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ঘটে গেল দুর্ঘটনা। জওয়ানের তৎপরতায় বাঁচল বৃদ্ধার প্রাণ। উত্তরপ্রদেশের কানপুর স্টেশনে ঘটে যেতে পারত এক মারাত্মক ঘটনা। সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কানপুর সেন্ট্রাল স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে ঘটে। গরিব রথ এক্সপ্রেসের এক জন মহিলা যাত্রী কোচ নম্বর জি-৯ থেকে দ্রুত নামার চেষ্টা করার সময় ট্রেন এবং প্ল্যাটফর্মের মধ্যে ছিটকে পড়ে যান। সেখানেই দাঁড়িয়ে ছিলেন আরপিএফের কনস্টেবল গোদারা। তিনি ছুটে এসে দ্রুত ওই মহিলার হাত ধরে টেনে চলন্ত ট্রেনের সামনে থেকে সরিয়ে আনেন। তা না হলে বৃদ্ধা ট্রেনের চাকার নীচে পড়ে যেতে পারতেন।

গোটা ঘটনা স্টেশনের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। রেলের পক্ষ থেকেও এক্স হ্যান্ডলে সেটিকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তা সমাজমাধ্যমকারীদের নজর কেড়েছে। সকলেই কনস্টেবল গোদারার তৎপরতার প্রশংসা করেছেন। তিনি না এগিয়ে এলে প্রাণসংশয় হতে পারত ওই বৃদ্ধার, এমনটাই মনে করছেন অনেকে। এই ধরনের দুর্ঘটনা এড়াতে যাত্রীদের চলন্ত ট্রেনে ওঠার সময় বা নামার সময় সতর্কতা অবলম্বন করার জন্য বার বার অনুরোধ করেন রেল কর্তৃপক্ষ।

কয়েক দিন আগেই সন্তানের জন্য দুধ কিনতে গিয়ে ট্রেন ফস্কে ফেলেন এক তরুণী। তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন রেলকর্মী। কান্নায় আকুল মায়ের আবেদনে সাড়া দিয়ে মাঝপথে সেই ট্রেন থামিয়ে তাঁকে ট্রেনে তুলে দেন রেলকর্মী।

অন্য বিষয়গুলি:

Indian Rail RPF Accident rescue
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy