Advertisement
২৯ জানুয়ারি ২০২৫
Viral Video

অম্বানীদের বিয়ের পর দেশে আরও এক তাকলাগানো বিয়ে! ‘মাহিষ্মতী’তে নাচলেন নোরা, মালাইকা, রণবীর

দক্ষিণের জনপ্রিয় ছবি ‘বাহুবলী’র সেট অনুযায়ী তৈরি করা হয়েছিল বিয়েবাড়ির থিম। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বিন‌োদনের যেন কোনও কমতি না হয়, সে কারণে আনা হয়েছিল একাধিক বলি তারকাকে।

Surat wedding with Baahubali fim set, Nora Fatehi and Ranveer Singh danced on the venue

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৫:২৯
Share: Save:

বিয়ের মণ্ডপ তো নয়, যেন এক বিশাল প্রাসাদ! উঁচু প্রাচীর দিয়ে ঘেরা এক মহল যেন। তার মাঝে ফাঁকা জায়গায় বসার আয়োজন করা হয়েছে অতিথিদের। আশপাশে তাকালে চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য। তার উপর যখন মঞ্চে রণবীর সিংহ, নোরা ফতেহি, মালাইকা অরোরা এবং দিয়া মির্জ়ার মতো বলি তারকারা থাকেন, তা হলে আর কোন দিকে নজর যায়? গুজরাতের সুরাতের এক ব্যবসায়ীর সন্তানের বিয়ের অনুষ্ঠানে দেখা গেল এমনই জমক। অম্বানীদের বিয়ের অনুষ্ঠানের পর এমন তাকলাগানো বিয়ের অনুষ্ঠান দেশে আর দেখা যায়নি। সমাজমাধ্যমে সেই অনুষ্ঠানের কিছু ঝলক ভিডিয়ো আকারে ছড়িয়ে পড়েছে (যদিও সে সব ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

ইনস্টাগ্রামের পাতায় সম্প্রতি কয়েকটি ভিডিয়ো ঘোরাফেরা করছে যেখানে মঞ্চে পারফর্ম করতে দেখা গিয়েছে বলিপাড়ার বেশ কয়েক জন তারকাকে। বলিউডের কোনও অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠান ছিল সুরাতের এক ব্যবসায়ীর সন্তানের বিয়ে উপলক্ষে। দক্ষিণের জনপ্রিয় ছবি ‘বাহুবলী’র সেট অনুযায়ী তৈরি করা হয়েছিল বিয়েবাড়ির থিম। ‘মাহিষ্মতী’তেই যেন হচ্ছিল বিয়ে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বিন‌োদনের যেন কোনও কমতি না হয়, সে কারণে আনা হয়েছিল একাধিক বলি তারকাকে। নোরা ফতেহি, মালাইকা অরোরা, দিয়া মির্জ়ার মতো বলি নায়িকারা মঞ্চে পারফর্ম করেন। উপস্থিত ছিলেন বলি অভিনেতা রণবীর সিংহও। মঞ্চে পারফর্ম করার পাশাপাশি তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গেও নাচ করেন।

অন্য বিষয়গুলি:

Viral Video Bahubali Wedding bollywood celebrities Nora Fatehi Ranveer Singh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy