Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Viral News of Girlfriend

চুমু খাবেন তরুণকে, বাসন মাজবেন প্রেমিকের মায়ের সঙ্গে! পরিষেবার তালিকা দিলেন ‘ভাড়াটে’ প্রেমিকা

তরুণের পরিবারের সঙ্গে ডিনার করবেন তিনি। তরুণের সঙ্গে প্রথম আলাপের একটি মিষ্টি, রোম্যান্টিক গল্পও শোনাবেন জেসেনিয়া। পরিবারের সকলের সঙ্গে ছবিও তুলবেন তিনি।

Onlyfan star Jessenia Rebecca unveiled her Christmas girlfriend packages for singles

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ০৭:৫৭
Share: Save:

বছর শেষে আসছে উৎসবের মরসুম। কোনও তরুণ যদি এই মরসুমে একা সময় কাটাতে না চান তা হলে তরুণী সানন্দে তাঁদের সঙ্গে সময় কাটাতে ইচ্ছুক। তবে তরুণীর সময়ের দাম দিতে হবে তরুণকে। শয়ে শয়ে ডলার খরচের পাশাপাশি তরুণীকে দিতে হবে উপহারও। ডিসেম্বরের শুরুতে দামের তালিকা দিয়ে নানা ধরনের ‘প্যাকেজ’-এর ফিরিস্তি দিলেন ২৯ বছরের তরুণী জেসেনিয়া রেবেকা। মিয়ামির বাসিন্দা জেসেনিয়া।

জেসেনিয়া পেশায় মডেল। দুষ্টু ওয়েবসাইটে ছবি এবং ভিডিয়ো পোস্ট করে উপার্জন করেন তিনি। জেসেনিয়া জানান, বড়দিনের সময় তিনি অচেনা তরুণদের প্রেমিকা সাজতে রাজি রয়েছেন। কিন্তু ঘণ্টা প্রতি পারিশ্রমিকও আদায় করবেন তিনি। যাঁর প্রেমিকা সেজে যাবেন, তাঁকে দিতে হবে দামি উপহারও। ২৫০ ডলার (ভারতীয় মুদ্রায় ২১ হাজার টাকা) খরচ করলে জেসেনিয়া ওই তরুণের প্রেমিকা সেজে তাঁর পরিবারের সঙ্গে ডিনার করতে পারবেন। তরুণের পোশাকের সঙ্গে রংমিলান্তি করে পোশাকও পরবেন তিনি। তরুণের পরিবারকে কয়েকটি হাসির চুটকিও শোনাতে পারবেন জেসেনিয়া। কিন্তু দু’ঘণ্টার বেশি সময় খরচ করবেন না তরুণী। এই প্যাকেজটির নাম জেসেনিয়া রেখেছেন ‘সিলভার’।

‘গোল্ড’ প্যাকেজেরও সুবিধা লাভ করতে পারেন তরুণেরা। সে ক্ষেত্রে ৪৫০ ডলার (ভারতীয় মুদ্রায় ৩৮ হাজার টাকা) পারিশ্রমিক নেবেন জেসেনিয়া। সে ক্ষেত্রে তরুণের পরিবারের সঙ্গে ডিনার করবেন তিনি। তরুণের সঙ্গে প্রথম আলাপের একটি মিষ্টি, রোম্যান্টিক গল্পও শোনাবেন জেসেনিয়া। পরিবারের সকলের সঙ্গে ছবিও তুলবেন তিনি। সে ক্ষেত্রে সময়ের পরিসীমা মাত্র ৩ ঘণ্টা।

তবে ‘সিঙ্গল’ তরুণদের নজর কেড়েছে ‘প্লাটিনাম’ নামের প্যাকেজটি। এই প্যাকেজের সুবিধা নিতে হলে জেসেনিয়াকে ৬০০ ডলার (ভারতীয় মুদ্রায় ৫০ হাজার টাকা) পারিশ্রমিক দিতে হবে তরুণদের। সে ক্ষেত্রে জেসেনিয়া ছ’ঘণ্টা সময় খরচ করবেন। তরুণের পরিবারের সকলের সামনে ‘আমি তোমাকে ভালবাসি’ও বলবেন তরুণকে। তরুণের গালে চুমু খাবেন এমনকি ডিনারের পর তরুণের মায়ের সঙ্গে গল্প করতে করতে বাসনও মাজবেন জেসেনিয়া। পরিবারের সদস্য এবং তরুণের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের সঙ্গে ছবি তুলে পোস্টও করবেন তিনি। তবে তিনটি প্যাকেজের সঙ্গেই একটি বিশেষ শর্ত রেখেছেন তরুণী। যে তরুণের ‘ভাড়াটে’ প্রেমিকা সেজে তিনি যাবেন, তাঁকে দিতে হবে ভাল উপহার।

জেসেনিয়া এমন ফিরিস্তি দেখে ‘সিঙ্গল’ তরুণেরা যোগাযোগ করতে ব্যস্ত হয়ে পড়েছেন। এক জন তরুণ বলেছেন, ‘‘আমি তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকে তাকাবই না। সব খরচ করতে রাজি।’’ আবার এক জনের দাবি, ‘‘আমি আরও বেশি সময় কাটাতে চাই। প্লাটিনাম প্যাকেজের চেয়েও বেশি কিছু চাই।’’

অন্য বিষয়গুলি:

Girlfriend onlyfans christmas
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy