ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বাড়ি থেকে বেরোতেই দেরি হয়েছে তরুণীর। অনলাইনে ক্যাব বুক করে বিমানবন্দরে যাচ্ছিলেন। কিন্তু সময় মতো বিমানবন্দরে পৌঁছতে পারেননি তিনি। বিমান ছেড়ে চলে যাওয়ায় রাগ সামলাতে না পেরে ক্যাবচালককেই রাস্তায় মারধর করতে শুরু করেন তরুণী। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘হেট ডিটেক্টর’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, বিমানবন্দরের সামনে এক ক্যাবচালককে চড়-লাথি মারছেন তরুণী। ক্যাবচালক নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। অশান্তি থামানোর জন্য সেখানে ভিড়ও জমিয়েছেন অনেকে। সকলে মিলে তরুণীকে থামানোর চেষ্টা করছেন। কিন্তু তরুণী নাছোড়বান্দা। ঘটনাটি মুম্বই বিমানবন্দরে ঘটেছে।
A dramatic altercation unfolded at #MumbaiAirport when a woman was caught on camera assaulting an #Ola cab driver after reportedly missing her flight.
— Hate Detector (@HateDetectors) January 25, 2025
The video, which has now gone viral on social media, shows the enraged woman chasing the driver, yelling abuses, and physically… pic.twitter.com/jL7cc5V18K
ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী সেই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় পোস্ট করতেই তা কম সময়ের মধ্যে ছড়িয়ে যায়। ভিডিয়োটি মুম্বই পুলিশের নজর কাড়ায় নিকটবর্তী থানায় তরুণীর বিরুদ্ধে অভিযোগ জানাতে বলেছে তারা। যদিও এখনও পর্যন্ত তরুণীর নাম-পরিচয় কিছু জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে কটাক্ষের শিকার হয়েছেন তরুণী। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণীর এমন ব্যবহার করা মোটেই উচিত হয়নি। তিনি নিজেই বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারতেন। অযথা ক্যাবচালকের প্রতি রাগ বার করছেন কেন?’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy