—প্রতীকী ছবি।
মাসকয়েক আগে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু বিচ্ছেদ দেওয়ার সময় স্ত্রী বলেছিলেন, ‘‘তুমি এমন মানুষ যে তোমায় কেউ বিয়ে করবে না।’’ প্রাক্তন স্ত্রীর এই কথাই অনবরত কানে বাজত তরুণের। তাঁকে ভুল প্রমাণ করতে চেয়েছিলেন তরুণ। তাই একসঙ্গে চার জনকে বিয়ে করলেন তিনি। চার তরুণীকে বিয়ে করে প্রাক্তন স্ত্রীকে ‘বুড়ো আঙুল’ দেখালেন তরুণ। ওই তরুণের নাম জানা যায়নি। তবে ২৮ বছর বয়সি সেই তরুণ কুয়েতের বাসিন্দা।
স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, কুয়েতের এই তরুণের কয়েক মাস আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে। তাঁর প্রাক্তন স্ত্রীর দাবি, আর কোনও দিন বিয়ে হবে না সেই তরুণের। কেউই নাকি তাঁকে বিয়ে করতে রাজি হবেন না। এই কথা শোনার পর থেকে এক অদ্ভুত জেদ চেপে যায় তরুণের।
বিবাহবিচ্ছেদের কয়েক মাসের মাথায় একসঙ্গে চার জনকে বিয়ে করে ফেলেন তিনি। জানা গিয়েছে, বিয়ের জন্য প্রচুর খরচ করেছেন তরুণ। আয়োজনও ছিল নজরকাড়া। চার স্ত্রীর সঙ্গে মধুচন্দ্রিমায় বাইরে ঘুরতে যাচ্ছেন তিনি। সেই উপলক্ষে ভারতীয় মুদ্রায় ২২ লক্ষ ৭০ হাজার ৪৮৪ টাকা খরচও করে ফেলেছেন তরুণ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy