Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
viral video of punishment

দু’বছর ধরে স্বামীর পরকীয়া, জানতে পেরে সকলের সামনে অদ্ভুত শাস্তি স্ত্রীর! রইল সেই ভিডিয়ো

অদ্ভুত এই শাস্তির ভিডিয়োটি সম্প্রতি প্রকাশিত হয়েছে এক্স সমাজমাধ্যমে ‘ফিয়ারব্যাক’ নামের একটি হ্যান্ডল থেকে। ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের ওয়াল্ট হুইটম্যান মলের ভিতরে।

Husband cheated wife making him walk in public wearing a huge sign

ছবি: এক্স থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১১:০৫
Share: Save:

জমজমাট শপিং মল। লোকজন ঘুরে বেড়িয়ে কেনাকাটা করতে ব্যস্ত। তার মাঝেই এক যুবককে গলায় লম্বা একটি প্ল্যাকার্ড ঝুলিয়ে ঘুরে বেড়াতে দেখা গেল। তাতে কালো কালিতে কিছু লেখা। যুবকের পাশে হাঁটছেন এক তরুণী। সঙ্গে প্যারাম্বুলেটরে শিশুসন্তান। কোনও সাহায্য চাইতে বা আবেদন করতে গলায় প্ল্যাকার্ডটি ঝোলাননি ওই যুবক। পরকীয়ার শাস্তি জুটেছে ওই যুবকের কপালে। স্ত্রীর নির্দেশে জনসমক্ষে নিজের অপরাধ কবুল করেছেন যুবক। ঝোলানো বোর্ডে লেখা ছিল, ‘‘আমি দু’বছর অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম।’’ অদ্ভুত এই শাস্তির ভিডিয়োটি সম্প্রতি প্রকাশিত হয়েছে এক্স সমাজমাধ্যমে ‘ফিয়ারব্যাক’ নামের একটি হ্যান্ডল থেকে। ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের ওয়াল্ট হুইটম্যান মলের ভিতরে (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

ভিডিয়োয় দেখা যাচ্ছে, ভাবলেশহীন মুখ নিয়ে স্ত্রীর পাশে হাঁটছেন যুবক। অন্য দিকে, তাঁর স্ত্রীকে দৃশ্যতই রাগান্বিত দেখাচ্ছিল। তিনি তাঁর স্বামীকে সকলের সামনে শাস্তি দেওয়ার জন্যই এই কাণ্ড ঘটান। সন্তান জন্মের সময় যুবকটি বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বলে জানা গিয়েছে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। অদ্ভুত এই শাস্তির ভিডিয়োটি ৫০ লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। তবে এই ঘটনা নিয়ে সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গিয়েছে। এক সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘স্বামী এবং নিজেকে জনসমক্ষে এ ভাবে অপমান করার অর্থ বিবাহকে অসম্মান করা।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এখনও সেই স্বামীর সঙ্গে রয়েছেন কী ভাবে?’’ পুরো ঘটনাটি প্রচারের জন্য তৈরি করা হয়েছে কি না, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন কেউ কেউ।

অন্য বিষয়গুলি:

cheating Malls new york Husband Sign Wife
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy