Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Weird Menu

মাছ-মাংস ছেড়ে বিয়ের মেনুতে এ কোন খাবার! খরচ বাঁচাতে অতিথিদের কী খাওয়ালেন দম্পতি?

বিয়ের অনুষ্ঠানে জমিয়ে খাওয়াদাওয়া হবে, তেমনটাই ভেবেছিলেন অতিথিরা। কিন্তু খেতে বসে দেখলেন অন্য দৃশ্য।

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৪ ১৭:৪২
Share: Save:

বিয়ের নিমন্ত্রণপত্র পাঠানোর সঙ্গে সঙ্গে অতিথিদের দেওয়া হয়েছিল বিশেষ নির্দেশ। অতিথিদের সকলকে বিশেষ পোশাকবিধি মেনে আসার অনুরোধ করেছিলেন পাত্রপাত্রী। শুধু তাই নয়, মাছ খাবেন না মাংস, তাও আলাদা ভাবে জানতে চাওয়া হয়েছিল অতিথিদের কাছে। বিয়ের অনুষ্ঠানে জমিয়ে খাওয়াদাওয়া হবে, তেমনটাই ভেবেছিলেন অতিথিরা। কিন্তু খেতে বসে দেখলেন অন্য দৃশ্য।

অতিথিদের জন্য রয়েছে ইনস্ট্যান্ট নুডল্‌স এবং চিপ্‌সের ছোট প্যাকেট। মেনু দেখে তো রেগে আগুন অতিথিরা। কিন্তু মুখ বুজে চুপচাপ তাই খেয়ে নেন তাঁরা।

রেডিটে এক নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘বহু বছর আগে আমার অন্যতম প্রিয় বন্ধুর বিয়েতে গিয়েছিলাম। মাছ খাব না মাংস তা জিজ্ঞাসা করা হয়েছিল আমাদের। আমরা দু’জনেই মাংস খেতে ভালবাসি। মাংসই খাব বলে জানিয়েছিলাম। কিন্তু ওখানে গিয়ে দেখি ইনস্ট্যান্ট নুডল্‌স পরিবেশন করা হচ্ছে। সঙ্গে ছিল এক প্যাকেট চিপ্‌স। বিয়ের এই মেনু আমি কোনও দিনও ভুলতে পারিনি।’’

অন্য বিষয়গুলি:

Wedding Chips Instant Noodles
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE