এক জনের বয়স ৬৬, এক জনের ৫৭। দেখা বৃদ্ধাশ্রমে। সেখানেই প্রেম। বৃহস্পতিবার বিয়েও করলেন মুন্নালাল এবং প্রমীলা। তাঁদের প্রেমকাহিনি এবং বিয়ের খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। যুগলকে শুভেচ্ছাও জানিয়েছেন নেটাগরিকেরা। তাঁদের সিদ্ধান্তের প্রশংসাও করেছেন অনেকে।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম ‘নিউজ় ১৮’-এর প্রতিবেদন অনুযায়ী, ৬৬-র মুন্নালাল এবং ৫৭ বছর বয়সি প্রমীলার প্রথম দেখা উত্তরপ্রদেশের আগরার একটি বৃদ্ধাশ্রমে। মাস ছয়েক আগে প্রথম দেখা হয় দু’জনের। পরিবারের সদস্যেরা বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর নবতিপর মাকে নিয়ে আগরার রামলাল বৃদ্ধাশ্রমে এসে ওঠেন মুন্নালাল। অন্য দিকে, স্বামী মারা যাওয়ার পর ওই বৃদ্ধাশ্রমেই প্রমীলাকে রেখে গিয়েছিলেন তাঁর সন্তানেরা। সেখানেই দু’জনের আলাপ। আলাপ গড়িয়ে বন্ধুত্ব এবং বন্ধুত্ব গড়িয়ে প্রেম। বাকি জীবন একে অপরের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তাঁরা। মায়ের কাছে অনুমতি নিয়ে আশ্রমের পরিচালক শিবপ্রসাদ শর্মাকে চিঠি লিখে প্রমীলাকে বিয়ে করার ইচ্ছাপ্রকাশ করেন মুন্নালাল। সায় দেন আশ্রম কর্তৃপক্ষ। ঠিক হয় বিয়ের দিনক্ষণ।
আরও পড়ুন:
এর পর বৃহস্পতিবার দুপুরে বৃদ্ধাশ্রমেই ছোট অনুষ্ঠান করে মালাবদল করেছেন মুন্নালাল এবং প্রমীলা। বিয়েতে উপস্থিত ছিলেন আশ্রমের বাকি আবাসিকেরা। হইহই করে আনন্দ উদ্যাপন করেন তাঁরা। নবদম্পতিকে আশীর্বাদ করেন মুন্নালালের মা। বিয়ের আগে গায়েহলুদ এবং মেহেন্দি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল আশ্রম কর্তৃপক্ষের তরফে। সেই বিয়ের খবর এবং ছবি প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে সমাজমাধ্যমে। নবদম্পতিকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অনেকে। সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য তাঁদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকদের একাংশ।