‘ভারত ইংল্যান্ডের সম্পত্তি। আমরা দয়া করে তা ফেরত দিয়েছি’। ইংল্যান্ডের ট্রেনে ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে এই বলে আক্রমণ করলেন এক ব্রিটিশ নাগরিক। ওই মহিলাকে ‘ভারতীয় অভিবাসীর কন্যা’ বলেও কটাক্ষ করেন তিনি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। ভারতীয় নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে নাগাড়ে কটাক্ষ করছেন এক মত্ত যুবক। ইংল্যান্ডের অভিবাসী এবং অভিবাসন নীতি নিয়ে কথা বলার সময় তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমরা ভারত দখল করছিলাম। ভারত ইংল্যান্ডের। আমরা দয়া করে তা ফেরত দিয়েছি।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
‘গ্যাব্রিয়েল ফোরসিথ’ নামে এক এক্স ব্যবহারকারী ভিডিয়োটি প্রথম পোস্ট করেন সমাজমাধ্যমে। কিন্তু পরে ভিডিয়োটি সরিয়ে নেন। তাঁর দাবি, ভিডিয়োটি পোস্ট করার পরেই অনলাইনে বৈষম্যের শিকার হন তিনি। আর সে কারণেই পরে ভিডিয়োটি সরিয়ে দিতে বাধ্য হন। যদিও অন্য একটি পোস্টে তিনি ব্যাখ্যা করেছেন যে, ট্রেনে ভ্রমণ করার সময় ওই মত্ত ব্রিটিশ যুবকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। পরে তিনি অন্য একটি পোস্টে লেখেন, ‘‘ওই যুবককে শনাক্ত করা হয়েছে। আমি পুলিশের কাছে যাচ্ছি। বিষয়টি নিয়ে খুবই বিরক্ত এবং ক্লান্ত।’’
আরও পড়ুন:
পরে ভিডিয়োটি অন্য একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা হয়। সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ভিডিয়ো দেখে ভারতীয় নাগরিকদের অনেকেই ক্ষোভপ্রকাশ করেছেন। এক জন লিখেছেন, ‘‘এই ব্রিটিশ যুবককে অবিলম্বে খুঁজে বার করা হোক। ওঁর লজ্জা হওয়া উচিত।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এঁদের মতো মূর্খকে আরও বেশি করে কথা বলতে দেওয়া উচিত। এঁরা কথা বলেই নিজেদের বিপদ ডেকে আনবে।’’