সিমেন্টের আংটি দিয়ে প্রেম নিবেদন করলেন চিনের এক যুবক! ছবি: সংগৃহীত।
সোনা বা হিরের আংটি দিয়ে প্রেম নিবেদন এখন অতীত। এ বার সিমেন্টের আংটি দিয়ে প্রেম নিবেদন করলেন চিনের এক যুবক! দামি কোনও ধাতুর বদলে নিজের হাতে গড়া সিমেন্টের আংটি দিয়েই বাজিমাত করেছেন তিনি। ৩৬ বছর বয়সি ওই চিনা যুবকের নাম ইয়াও গুওইউ। তিনি চিনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। গবেষণা করেছেন সিমেন্ট নিয়েই।
সেই সিমেন্ট দিয়েই আংটি গড়ে পছন্দের পাত্রীকে উপহার দিয়েছেন ইয়াও। সিমন্টের আংটির উপর যত্ন করে প্রেমিকার নামও খোদাই করেছেন তিনি। সেই ছবি প্রকাশ্যে আসতে সমাজমাধ্যমে হইচই পড়েছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, আদৌ কি ইয়াওয়ের প্রেম প্রস্তাব গৃহীত হয়েছে? উত্তর হল, হ্যাঁ। ইয়াওয়ের আবেদনে সাড়া জানিয়েছেন তাঁর প্রেমিকা। ইতিমধ্যেই চার হাত এক হয়েছে তাঁদের।
উল্লেখ্য, ২০১৬ সালেই বর্তমান স্ত্রীকে সিমেন্টের আংটি দিয়ে প্রেম নিবেদন করেছিলেন ইয়াও। সম্প্রতি সেই ছবি আবার প্রকাশ্যে এসেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইয়াওয়ের তৈরি সিমেন্টের শৈলী ২০২২ সালের বেজিংয়ের শীতকালীন অলিম্পিকেও ব্যবহার করা হয়েছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy