তাপপ্রবাহে হিমশিম খাচ্ছে দেশের একাংশ। গরমে কাহিল পাখিরাও। এই অসহ্য গরমে গলা ভেজাতে তারাও যে জল চায়, সেটা বুঝেছিল এক খুদে। তাই গরমে পাখিদের তৃষ্ণা মেটাতে জলের ব্যবস্থা সে একাই করল।
তার পরনে নীল রঙের হাফপ্যান্ট। একই রঙের জামা। শিশুটি দেখল অনেক পাখি বসে রয়েছে চারপাশে। সেই সময়ই পাখিদের জল খাওয়ানোর কথা ভাবল সে।
আরও পড়ুন:
যেমন ভাবনা, তেমন কাজ। কাছেই একটা ট্যাঙ্ক ছিল। সেই ট্যাঙ্কের সঙ্গে পাইপলাইনের ব্যবস্থা আছে। ওই পাইপ থেকে একটা বোতল নিয়ে জল ভরতে দেখা গেল শিশুটিকে। তার পর সেই বোতল দু’হাতে করে নিয়ে গেল সে। তার পর?
क्या कलयुग में बच्चे ही भगवान के रूप है?
— Priyanka Biswas (@Priyanka14081) June 9, 2023#MissWorld2023 #CycloneBiparjoy #Nayanthara #Animal #MiraRoad #AdipurushOnJune16th #RanbirKapoor #TejRan #TakeTwo #WTCFinal2023 pic.twitter.com/EsnPc40LnJ
আরও পড়ুন:
পাখিগুলো যেখানে ছিল, সেখানে আগে থেকে একটি পাত্র রাখা ছিল। সেই পাত্রেই বোতল থেকে জল ঢালল শিশুটি। এর পরেই খালি বোতল নিয়ে দৌড় লাগাল সে। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। গরমে পাখিদের তেষ্টা মেটানোর জন্য শিশুটির এ হেন কাণ্ড দেখে মজেছেন অনেকে। ভিডিয়োটি কোন এলাকার তা জানা যায়নি।