রাস্তায় দাঁড়িয়ে রয়েছে একটি বিড়াল। তার ঘাড়ের উপর সামনের দুই পা তুলে দাঁড়িয়ে রয়েছে তার বন্ধু। ঘাড়ের উপর পা তুলে বন্ধুর ঘাড় দলাইমলাই করে দিচ্ছে বিড়ালটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘পিউবিটি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বিড়ালের ঘাড় মালিশ করে দিচ্ছে অন্য একটি বিড়াল। সামনের দুই পা বন্ধুর ঘাড়ের উপর চাপিয়ে মালিশ করে চলেছে সে। বন্ধুটিও বেশ আরাম করে ঘাড়ের ‘ম্যাসাজ’ নিয়ে চলেছে বিনামূল্যে। মালিশ খেতে খেতেই এক বার ঘাড় ঘুরিয়ে পিছন দিকে তাকাল বিড়ালটি। বন্ধুর মুখ এক ঝলক দেখে নিয়ে আবার সামনে ঘাড় ঘুরিয়ে ফেলল সে।
ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন মন্তব্য করে লিখেছেন, ‘‘বন্ধুত্বের তো ভাল সুযোগই নেওয়া হচ্ছে।’’ আবার এক জনের কথায়, ‘‘বিনামূল্যে এমন আরাম পেলে আমি তো আর নড়াচড়াই করব না। এমন বন্ধু যেন সকলের ভাগ্যেই জোটে।’’