প্রশিক্ষণ নেওয়া শেষ হয়ে গিয়েছে। পরীক্ষা দিয়ে পাশও করে গিয়েছেন ছাত্র। আর ক্লাস করতে হবে না। সেই আনন্দে পঞ্জাবি গান চালিয়ে শিক্ষিকার সঙ্গে নাচ করতে শুরু করলেন ছাত্র। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘অ্যাক্টিভ৮আইএনসি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক ছাত্রের সঙ্গে নাচ করছেন তাঁর শিক্ষিকা। তরুণী শিক্ষিকার নাম লোয়া ফ্রিডফিনসন। মার্কেটিং এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেন তিনি। লোয়ার প্রশিক্ষণকেন্দ্রে ভর্তি হয়েছিলেন প্রবনুর নামে এক তরুণ। প্রশিক্ষণ শেষ হওয়ার পর পরীক্ষা দিয়ে ভাল নম্বর পেয়ে পাশ করেন তিনি।
সেই আনন্দেই কানাডার বাসিন্দা লোয়ার সঙ্গে ক্লাসের ভিতরেই নাচ করতে শুরু করেন প্রবনুর। পঞ্জাবি সেই তরুণ নাচ করার জন্য পঞ্জাবি ভাষার গান বেছে নেন। সেই গানের ছন্দে নাচ করতে শুরু করেন তিনি। ছাত্রকে দেখে সেই স্টেপ অনুকরণ করে নাচ করেন লোয়াও। কানাডার তরুণীকে পঞ্জাবি গানে নাচতে দেখে তাঁর প্রশংসা করেছেন নেটাগরিকদের একাংশ। এক জন মন্তব্য করেছেন, ‘‘আপনি দারুণ নাচ করেছেন। পড়ুয়াদের সঙ্গে আপনি এত ভাল সম্পর্ক বজায় রাখেন দেখে সত্যি খুব ভাল লাগল।’’