জঙ্গলের রাজা তারা। সেই তারাই কিনা অন্য পশুর ভয়ে কাঁপছে! তখন গভীর রাত। চারদিক সুনসান। এমন সময় সিংহের একটা দল রাস্তা পরিক্রমায় বেরিয়েছে। রাস্তার মাঝখান দিয়ে সেই চেনা ভঙ্গিতে হাঁটছে তারা। এমন সময় আচমকা পিছন দিকে দৌড় লাগাতে শুরু করল সিংহরা।
আরও পড়ুন:
কী এমন হল হঠাৎ? যাত্রাভঙ্গ করে কেনই বা পিছন থেকে দৌড় লাগাতে শুরু করল পশুরাজেরা? তা হলে কি ভয় পেল? কিন্তু তারা তো পশুরাজ। তাদের আবার ভয় কিসের!
Lions and bulls, Gujarat.
— Hasna Zaroori Haipic.twitter.com/wARIYPoNGT
(@HasnaZarooriHai) May 17, 2023
আরও পড়ুন:
কিছু ক্ষণ বাদেই ছবিটা স্পষ্ট হল। দেখা গেল, তিরবেগে সিংহদের দিকে ছুটে আসছে একটি ষাঁড়। আর এতেই ভয় পেয়েছে সিংহদের দলটি। ষাঁড়কে দৌড়তে দেখামাত্রই পিছন ঘুরে দৌড় লাগাল সিংহের দল। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োটি কোন এলাকার তা জানা যায়নি।