কাজের ফাঁকে হাতে সাত দিনের ছুটি থাকলে ভিসা ছাড়াই বিদেশের কোন কোন জায়গায় ভ্রমণ করতে যেতে পারেন? ছবি: শাটারস্টক।
সুযোগ পেলেই মনটা ঘুরু ঘুরু করে? ইদানীং মনে হচ্ছে ভারতের সীমা পেরিয়ে বিদেশে গেলে মন্দ হয় না! বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্ট, ভিসা লাগে। কিন্তু জানেন কি এক জন ভারতীয় নাগরিক ভিসা ছাড়াই অনেক দেশে যেতে পারেন? সর্বশেষ হিসাব বলছে, বিশ্বের মোট ৫৮টি দেশে ভিসা ছাড়া অথবা ঢোকার পরে ভিসার সুবিধা পান ভারতীয়রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় বিশ্ব পাসপোর্ট সূচকে ভারতের স্থান নীচে নামলেও ভিসা ছাড়া যাওয়া যায় এমন দেশের সংখ্যা বেড়েছে। ২০১৩ সালে এমন দেশের সংখ্যা ছিল ৫২। এখন আরও ছ’টি দেশ ওই তালিকায় ঢুকেছে।
তাই কাজের ফাঁকে হাতে সাত দিনের ছুটি থাকলে ভিসা ছাড়াই বিদেশের কোন কোন জায়গায় ভ্রমণ করতে যেতে পারেন, হইল তার হদিস।
ভুটান: প্রতিবেশী দেশ ভুটানে গেলেই ভারতীয়রা ‘ভিসা অন অ্যারাইভাল’ অর্থাৎ, সেখানকার ভিসা পেয়ে যাবেন। এক দিকে হিমালয়ের দিগন্ত বিস্তৃত রূপ আর অন্য দিকে আধ্যাত্মিকতা, ভুটানের মূল আকর্ষণ। কম-বেশি ৩৫ হাজার টাকার মধ্যেই ঘুরে নেওয়া যেতে পারে, পারো, থিমপু, ফুনশেলিং। সোনালি ধানখেত, ঝিরঝির করে বয়ে যাওয়া নদী, নানা রঙের অর্কিড, হরেক প্রজাতির পাখি, ছোট ছোট রঙিন বাড়ি নিয়ে এই দেশ যেন অনন্য!
মায়ানমার: দেশটা সম্পর্কে আমাদের ধারণাও অনেকটা ভাসা ভাসা। সামরিক শাসনের কলঙ্ক ঘোচানোর পর পর্যটন সম্ভারে যেন অন্য দেশগুলির সঙ্গে পাল্লা দিতে একেবারে প্রস্তুত মায়ানমার। সোনার পাতে মোড়া সোয়েডাগন প্যাগোডা, সুলে প্যাগোডা, সুয়ে-তা-মায়াত-পায়া বৌদ্ধ মন্দিরগুলি ছাড়াও ঘুরে আসতে পারেন ইনয়া হ্রদ থেকে। খাবারেও রয়েছে বৈচিত্র। দিন সাতেকের ছুটি নিয়ে ঘুরে আসতেই পারেন এই দেশ থেকে। ভারতীয় পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই ঘুরে আসতে পারেন মায়ানমার থেকে।
তাইল্যান্ড: সমুদ্র সৈকত, পাহাড় এবং ইতিহাসে মোড়া প্রাচীন সব মন্দির। তাইল্যান্ডে ঘুরতে গেলে দেখার জিনিসের শেষ নেই। দিন পাঁচেকের জন্য ব্যাঙ্কক-পাটায়া ঘুরে আসতে চাইলে বিমান ভাড়া বাদ মাথাপিছু তিরিশ হাজারের বেশি খরচ হওয়ার কথা নয়। ভিসা ছাড়াই ঘুরে আসতে পারেন এখান থেকে।
মলদ্বীপ: বলি হোক বা টলি ইদানীং তারকাদের ছুটি কাটানোর পছন্দের ঠিকানা হল মলদ্বীপ। চারদিকে নীল জল মাঝে দারুণ সব ভিলা, নানা ধরনের ওয়াটার স্পোর্টস আর হরেক রকম খাবার! সস্তায় বিলেত ভ্রমণ করতে চাইলে ঘুরে আসতেই পারেন মলদ্বীপ থেকে। এখানে গেলেও ‘ভিসা অন অ্যারাইভাল’ পেয়ে যাবেন।
লাওস
দক্ষিণ-পূর্ব এশিয়ার ঘুরতে যাওয়ার কথা বললে লাওস ততটা জনপ্রিয় নয়। তবে এই জায়গা কিন্তু হতেই পারে আপনার গন্তব্য। এখানে গেলেও ভিসার প্রয়োজন নেই। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, বৌদ্ধমন্দির, দ্বীপপুঞ্জ, ঝর্ণা আপনার মন জয় করবেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy