দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও বেকায়দায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩২২ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ৮২ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে তারা। এখনও পিছিয়ে ১৪৩ রানে। ফলে ইনিংসে হারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দক্ষিণ আফ্রিকাকে ৩০০-র গন্ডি পার করাতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন কুইন্টন ডি’কক। উল্টোদিকে একের পর এক সতীর্থকে হারালেও শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ১৪১ রানে। মেরেছেন ১২টি চার এবং ৭টি ছয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭৫ রানে ৪ উইকেট নিয়েছেন জেসন হোল্ডার।
জবাবে দ্বিতীয় ইনিংসেও প্রোটিয়া বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ের উত্তর খুঁজে পায়নি ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট (৭), শাই হোপ (১২) কেউ দাঁড়াতে পারেননি। দ্বিতীয় দিনের শেষে উইকেটে রয়েছেন রস্টন চেজ (অপরাজিত ২১) এবং জারমেইন ব্ল্যাকউড (অপরাজিত ১০)। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট অনরিখ নোখিয়া এবং কাগিসো রাবাডার।
💯 Quin-TON
— Cricket South Africa (@OfficialCSA) June 11, 2021
The helmet comes off as Quinton de Kock scores his 6th Test century and what a knock it's been! It's taken 148 balls and includes 11 fours and 3 sixes#WIvSA #ThatsOurGame pic.twitter.com/AohnRlQPe7