মারাদোনা ও মেসি। ছবি টুইটার থেকে সংগৃহীত।
তাঁরা দু’জনেই আর্জেন্টিনার সুপারস্টার। ক্লাব ফুটবলে দু’জনেই খেলেছেন কাতালান ক্লাব বার্সেলোনার হয়ে। তবে তাঁরা প্রতিনিধিত্ব করেছেন দু’টি ভিন্ন শতাব্দিতে। যদিও তাঁদের দু’জনের উপস্থিতিতেই স্পেনের ক্লাবের সাফল্য আকাশ ছুঁয়েছিল। তাঁদের মধ্যে এক জন এখনও বার্সার হৃদয়। অন্য জন অবশ্য ফুটবল মাঠকে বিদায় জানিয়েছেন বহু আগে। বল পায়ে বার্সার হয়ে তাঁদের দেখানো ফুটবল জাদুর ভিডিয়ো সোমবার নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করেছে বার্সেলোনা।
সেই দুই তারকা হলেন ফুটবল রাজপুত্র মারাদোনা ও লিওনেল মেসি। আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্স থেকে ১৯৮২তে বার্সায় এসেছিলেন মারাদোনা। ছিলেন দু’বছর। কিন্তু ওইটুকু সময়েই বার্সাকে একাধিক ট্রফি এনে দিয়েছে মারাদোনার পায়ের জাদু। বার্সার হয়ে ৩৬টি ম্যাচে ২২টি গোল করেছিলেন মারাদোনা।
অন্যদিকে বার্সার হয়েই নিজের কেরিয়ার শুরু করেছেন লিওনেল মেসি। তার পর থেকে সেখানেই রয়েছেন তিনি। এক দশকেরও বেশি সময় ধরে বার্সার হয়েই ফুটবলে রাজত্ব করছেন তিনি। তাঁর একক দক্ষতায় কত ম্যাচ যে বার্সা জিতেছে তা হাতে গোনা প্রায় অসম্ভব। বার্সার হয়ে ৭০৩টি ম্যাচে মেসি এখনও পর্যন্ত করেছেন ৬১৭ গোল। জিতেছেন ১০টি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ খেতাব। বার্সার হয়ে এই দুই কিংবদন্তির অবদান স্মরণ করতেই ওই ভিডিয়োটি শেয়ার করেছেন ক্লাব কর্তৃপক্ষ।
দেখুন সেই ভিডিয়ো—
Two Argentines
— FC Barcelona (@FCBarcelona) December 16, 2019
Two geniuses
Football from another galaxy. pic.twitter.com/qSp4z8uXA6
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy