তাঁকে ভরসা করেছিল ইংল্যান্ড। তাঁকে ঘিরে স্বপ্ন দেখেছিল ইংল্যান্ড। কিন্তু ইউরো কাপের ফাইনালে চূড়ান্ত ব্যর্থ হ্যারি কেন। ফাইনালে হেরে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিলেন তিনি।
হ্যারি বলেছেন, “এর থেকে বেশি কিছু দিতে পারতাম না। দলেরও এর থেকে বেশি কিছু দেওয়ার ছিল না। সেরা খেলাই উজাড় করে দিয়েছি আমরা। পেনাল্টিতে হারা পৃথিবীর সব থেকে খারাপ অনুভূতি। রাতটা আমাদের ছিল না। তবে মাথা উঁচু করে মাঠ ছাড়তে পেরেছি আমরা। যদিও এই দুঃখ সহজে মিটবে না।”
হ্যারি জানালেন, পেনাল্টিতে এ ভাবে হারার দুঃখ সারা জীবন থাকবে তাঁদের। বলেছেন, “যা কিছু অর্জন করেছি তার জন্য আমরা গর্বিত। প্রতিযোগিতাটা প্রচণ্ড ভাবে জিততে চেয়েছিলাম। সেই জন্যেই হয়তো বাকি জীবন এই হার তাড়া করে বেড়াবে আমাদের। রাশিয়া বিশ্বকাপে যা খেলেছিলাম, তার থেকে অনেক উন্নতি করেছি। আশা করি আগামী প্রতিযোগিতাগুলিতে অন্য ইংল্যান্ডকে দেখা যাবে।”
🏴 England can move forward with optimism after an impressive EURO 2020 campaign 👏#EURO2020 | #ENG pic.twitter.com/UKnArKohta
— UEFA EURO 2020 (@EURO2020) July 11, 2021