জোড়া গোল ডোলবার্গের। ছবি রয়টার্স
ওয়েলসকে ৪-০ ব্যবধানে হারিয়ে সহজেই ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল ডেনমার্ক। শনিবার প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে আগাগোড়া দাপট দেখাল সাইমন কায়েরের দলই। ওয়েলসের হয়ে সম্ভবত শেষ ম্যাচ খেলে ফেললেন গ্যারেথ বেল, যিনি শনিবারের ম্যাচে দাগ কাটতে ব্যর্থ।
২৭ মিনিটের মাথায় ডেনমার্ককে এগিয়ে দেন ক্যাসপার ডোলবার্গ। বক্সের বাইরে বল পেয়ে ওয়েলসের দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন তিনি। বাকি সব গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৪৮ মিনিটের মাথায় দলের এবং নিজের দ্বিতীয় গোল করেন ডোলবার্গ। শেষ বার কোনও আন্তর্জাতিক ম্যাচে জোড়া গোল করেছিলেন নিকোলাস বেন্ডনার। তারপরে ডোলবার্গই সেই কীর্তি অর্জন করলেন।
দ্বিতীয়ার্ধের শেষের দিকে বাকি দুটি গোল করে ডেনমার্ক। ৮৮ মিনিটে দলের তৃতীয় গোল ওয়াকিম মেহলের। অতিরিক্ত সময়ে চতুর্থ গোল মার্টিন ব্রাথওয়েটের, যিনি বার্সেলোনায় লিয়োনেল মেসির সতীর্থ। দ্বিতীয়ার্ধে ওয়েলসের হ্যারি উইলসন লাল কার্ড দেখেন। কোয়ার্টার ফাইনালে ডেনমার্ক মুখোমুখি হবে নেদারল্যান্ডস বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে।
⏰ RESULT ⏰
— UEFA EURO 2020 (@EURO2020) June 26, 2021
Dolberg nets in each half
⚽️ Mæhle and Braithwaite score late on
👏 Denmark progress to quarter-finals
One word to describe that Denmark display 👇#EURO2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy