দ্বৈরথ: এমবাপেদের হারিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই মুলারদের। ফাইল চিত্র।
চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বে প্যারিস সাঁ জারমাঁকে হারিয়ে বায়ার্ন মিউনিখ কি পারবে ঘুরে দাঁড়াতে? না কি ফের কিলিয়ান এমবাপে-নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র যুগলবন্দির ধাক্কায় স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে প্যারিস থেকে ফিরতে হবে থোমাস মুলারদের?
গত মরসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজিকে ১-০ হারিয়েই খেতাব জিতেছিল বায়ার্ন। এ বার শেষ আটের প্রথম পর্বে ছবিটা সম্পূর্ণ বদলে দেন অ্যাঙ্খেল দি মারিয়া-রা। সিংহের গুহায় ঢুকে সিংহ শিকারের মতো মিউনিখে গিয়ে ৩-২ জেতে পিএসজি। নেমারের পাস থেকে জোড়া গোল করেন এমবাপে। বায়ার্নের হয়ে ব্যবধান কমান ম্যাক্সিং চুপো মোতিং ও মুলার। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে শেষ চারে খেলা নিশ্চিত করতে মঙ্গলবার রাতে প্যারিসে পিএসজি-র বিরুদ্ধে জিতলেই শুধু হবে না বায়ার্নকে। দু’গোলের ব্যবধান রাখতে হবে। প্রশ্ন উঠছে, রবার্ট লেয়নডস্কি-হীন বায়ার্ন কি পারবে পিএসজিকে হারাতে? দ্বিতীয়ত, ছন্দে থাকা এমবাপে ও নেমারকে আটকানোর মতো শক্তি জার্মান ক্লাবের রক্ষণের রয়েছে কি? লেয়নডস্কি অবশ্য হাঁটুর চোট সারিয়ে সোমবার থেকেই অনুশীলন শুরু করেছেন। কিন্তু পিএসজি-র বিরুদ্ধে খেলার কোনও সম্ভাবনা নেই। পরিস্থিতি কঠিন হলেও বায়ার্ন কোচ হান্সি ফ্লিক আশাবাদী। তিনি বলেছেন, ‘‘অন্তত দু’টি গোল যে করতেই হবে, তা খুব ভাল করেই জানি আমরা। কাজটা কঠিন হলেও আমাদের তা সম্পূর্ণ করতেই হবে। সেই উদ্দেশ্য নিয়েই প্যারিসে এসেছি।’’ যোগ করেন, ‘‘ছোটোখাটো অঘটন ঘটানোই লক্ষ্য।’’
প্রথম পর্বে জয়ের ফলে এই ম্যাচে পিএসজিকে এগিয়ে রাখছেন ফুটবল বিশেষজ্ঞেরা। মউরিসিয়ো পচেত্তিনো অবশ্য সতর্ক। পিএসজি ম্যানেজার বলেছেন, ‘‘আমার মতে এই ম্যাচে যা খুশি হতে পারে। এই মুহূর্তে বিশ্বের সেরা দল বায়ার্ন। ওদের আমি সম্মান করি। সেই সঙ্গে আমার দলকে নিয়েও আত্মবিশ্বাসী। তাই জেতা ছাড়া কিছুই ভাবছি না।’’ এই ম্যাচেও পিএসজি যে একই রকম আক্রমণাত্মক ফুটবল খেলবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই হান্সির। বলেছেন, ‘‘আগের ম্যাচে পিএসজি যে মানসিকতা নিয়ে আমাদের বিরুদ্ধে খেলেছিল, এ বারও তার কোনও পরিবর্তন ওরা করবে না বলেই আমার বিশ্বাস। তাই ওদের ভুল করতে বাধ্য করাই আমাদের প্রধান কাজ হবে।’’ এমবাপের উচ্ছ্বসিত প্রশংসা করে বায়ার্ন ম্যানেজার যোগ করেছেন, ‘‘ওর গতি, দক্ষতা ও গোল করার ক্ষমতা অসাধারণ। এই বয়সেই এমবাপে দারুণ পরিণত হয়ে উঠেছে।’’
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার নামছে চেলসিও। প্রতিপক্ষ এফসি পোর্তো। প্রথম পর্বের সাক্ষাতে ২-০ জিতেছিল তারা। মঙ্গলবার দ্বিতীয় পর্বে অনেক চাপমুক্ত হয়ে নামবে চেলসি। কারণ, পোর্তোকে শেষ চারে উঠতে হলে ৩-০ জিততে হবে। চেলসি ম্যানেজার থোমাস টুহল বলেছেন, ‘‘আগের ম্যাচে আমরা যে ভাবে খেলেছি, সেটাই বজার রাখতে চাই।’’
এ দিকে, ইপিএলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ১-৩ টটেনহ্যাম হােরর পরে বিতর্ক তুঙ্গে। ম্যাচে প্রথমার্ধে কাভানির গোল বাতিল হয়েছিল। ম্যাচের পরে সাংবাদিক সম্মেলন উত্তপ্ত হয়ে ওঠে কাভানির গোল বাতিল প্রসঙ্গ নিয়ে। কারণ এই গোলের পরে ভিডিয়ো প্রযুক্তির (ভিএআর) সাহায্য নিয়ে দেখা যায়, গোলের সময় স্কট ম্যাকটোমিনে ধাক্কা দিয়েছেন সন হিউং-মিনকে। যে প্রসঙ্গ তুলে সাংবাদিক বৈঠকে সোলসার বলেন, ‘‘খেলা শেষ। ওই সিদ্ধান্ত ভুল কি না জানি না। আমার ছেলে যদি এ ভাবে তিন মিনিট পড়ে থাকত। আর ওর বাকি ১০ সতীর্থ ওকে টেনে তুলত, তা হলে ও খাবার পেত না।’’ যার উত্তরে মোরিনহো বলেন, ‘‘সন ভাগ্যবান যে ওর বাবা সোলসারের চেয়ে ভাল মানুষ। কারণ ছেলেরা যাই করুক না কেন, একজন বাবা তাদের সব সময় খাবার দেবে। এটাই জানি। যদি কোনও বাবা ছেলেকে খাওয়াতে চুরি করেন, তা হলে সেটা চুরিই। আমি খুবই হতাশ। দুঃখ লাগছে, এটা আমার কাছে জানতে চাওয়া হয়নি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy