অদিতি অশোক। ছবি পিটিআই
ভারতীয় সমর্থকরা যখন অলিম্পিক্সে শুটার, তিরন্দাজ, কুস্তিগির, বক্সারদের নিয়ে ব্যস্ত, তখন টোকিয়োর আর এক প্রান্তে নিঃশব্দে পদক পাওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন এক গল্ফার। তিনি অদিতি অশোক। শুক্রবার থ্রি-আন্ডার ৬৭ স্কোর করে যিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। শীর্ষে আমেরিকার নেলি কর্দা।
প্রথম দিন থেকেই গল্ফে ভাল খেলে চলেছেন অদিতি। প্রথম থেকেই প্রথম তিনের মধ্যে ছিলেন। শনিবার শেষ দিনেও যদি ছন্দ বজায় রাখতে পারেন, তাহলে ভারতের ঘরে আরও একটি পদক নিশ্চিত।
পাশাপাশি, শনিবার ঝড়ের পূর্বাভাস রয়েছে। যদি কোনও কারণে গল্ফের খেলা বাতিল হয়ে যায়, তাহলে রুপোর পদক ঝুলবে অদিতির গলায়। শুক্রবার মাঝে একটু পিছিয়ে পড়েছিলেন তিনি। কিন্তু পাঁচটি বার্ডি এবং দুটি বগি মেরে পুরনো স্থানে ফিরে আসেন।
How does it feel to be inches away from creating history? Ask @Aditigolf! 🤩#Tokyo2020 | #StrongerTogether | #UnitedByEmotion | #BestOfTokyo pic.twitter.com/p0cKqNudJd
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 6, 2021
করোনা অতিমারির কারণে প্রস্তুতি ভাল হয়নি তাঁর। মে-জুনে মাত্র কিছু প্রতিযোগিতায় খেলেছেন। নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। শুক্রবার বলেছেন, “নিজের সেরাটা এখনও দিতে পারিনি। লং হোলের ক্ষেত্রে খুব একটা ধারাবাহিক ছিলাম না। প্রথম দু’দিনের মতো আজ ভাল পাটিং হয়নি। তবে দিনটা ভালই কেটেছে।” অদিতি জানালেন, করোনা তাঁকে শারীরিক ভাবে প্রভাবিত করেছে। বলেছেন, “কিছুটা শক্তি হারিয়েছি।”
গত বার রিয়ো অলিম্পিক্সেও খেলেছেন অদিতি। তবে সে বার পদকের ধারেকাছে ছিলেন না। গল্ফে ভারতের আর এক প্রতিযোগী দীক্ষা দাগার লিডারবোর্ডের নিচের দিকে রয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy