Advertisement
২২ সেপ্টেম্বর ২০২৪
Today’s Sports Events

রবিবারই কি শেষ ভারত বনাম বাংলাদেশ টেস্ট? আইএসএলে ইস্টবেঙ্গলের খেলা, বিদেশে বড় ম্যাচ

আজই চতুর্থ দিনেই কি শেষ হয়ে যাবে ভারত-বাংলাদেশ টেস্ট? আইএসএলে আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। আজ দলীপ ট্রফির শেষ দিন। ইংলিশ প্রিমিয়ার লিগে বড় ম্যাচ। মুখোমুখি আর্সেনাল ও ম্যাঞ্চেস্টার সিটি।

গ্রাফিক: সনৎ সিংহ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪ ০৭:১৬
Share: Save:

আজই কি শেষ হয়ে যাবে ভারত বনাম বাংলাদেশ টেস্ট? ভারতের দরকার ৬ উইকেট। বাংলাদেশের এখনও ৩৫৭ রান চাই। রবিবার চতুর্থ দিনের খেলা।

আইএসএলে আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। লাল-হলুদের সামনে এ বার কেরালা ব্লাস্টার্স। আজ দলীপ ট্রফির শেষ দিন। চ্যাম্পিয়ন হওয়া এক রকম নিশ্চিত ভারত সি দলের। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ বড় ম্যাচ। মুখোমুখি আর্সেনাল ও ম্যাঞ্চেস্টার সিটি। রয়েছে স্প্যানিশ লিগে বার্সেলোনার ম্যাচ, আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা এক দিনের ম্যাচ, কলকাতা লিগ, শ্রীলঙ্কা বনাম নিউ জ়িল্যান্ড টেস্ট।

ভারত বনাম বাংলাদেশ টেস্ট কি রবিবারই শেষ?

আজ চতুর্থ দিনই কি শেষ হয়ে যাবে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট? ভারতের দরকার ৬ উইকেট। বাংলাদেশের এখনও ৩৫৭ রান চাই। ঋষভ পন্থ এবং শুভমন গিলের শতরান ভারতকে ভাল জায়গায় নিয়ে গিয়েছে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের যে ৪টি উইকেট পড়েছে, তার মধ্যে রবিচন্দ্রন অশ্বিন একাই নিয়েছেন ৩ উইকেট। আজ খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ! জিয়ো সিনেমা অ্যাপে।

আইএসএলে দ্বিতীয় ম্যাচে নামছে ইস্টবেঙ্গল, অ্যাওয়ে ম্যাচে বিপক্ষে কেরালা ব্লাস্টার্স

গ্রাফিক: সনৎ সিংহ।

আইএসএলে আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। লাল-হলুদের সামনে এ বার কেরালা ব্লাস্টার্স। প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে হেরেছিল ইস্টবেঙ্গল। সে বারের মতো আজও তাদের অ্যাওয়ে ম্যাচ। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

দলীপ ট্রফিতে আজ শেষ দিন, কারা হবে চ্যাম্পিয়ন?

আজ দলীপ ট্রফির শেষ দিন। চ্যাম্পিয়ন হওয়া এক রকম নিশ্চিত ভারত সি দলের। রুতুরাজ গায়কোয়াড়ের দলের সঙ্গে লড়াইয়ে রয়েছে অভিমন্যু ঈশ্বরণের ভারত বি দল। দু’দলের পয়েন্টের তফাৎ ২। কিন্তু দু’টি ম্যাচের যা পরিস্থিতি, শেষ দিন অভিমন্যুদের শীর্ষে আসা প্রায় অসম্ভব। খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

ইংলিশ প্রিমিয়ার লিগে বড় ম্যাচ, আর্সেনাল বনাম সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ বড় ম্যাচ। মুখোমুখি আর্সেনাল ও ম্যাঞ্চেস্টার সিটি। পয়েন্ট তালিকায় এই দু’টি দলই প্রথম দু’টি স্থানে রয়েছে। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সিটি শীর্ষে। সমসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আর্সেনাল দ্বিতীয় স্থানে। খেলা শুরু রাত ৯টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

স্প্যানিশ লিগে বার্সেলোনার ম্যাচ

স্প্যানিশ লিগে আজ বার্সেলোনার ম্যাচ। বিপক্ষে ভিয়ারিয়াল। খেলা শুরু রাত ১০টা থেকে। তার আগে রয়েছে আরও দু’টি ম্যাচ। গেটাফে খেলবে লেগানেসের সঙ্গে। খেলা বিকেল ৫:৩০ থেকে। সন্ধ্যা ৭:৪৫ থেকে অ্যাথলেটিক ক্লাব-সেল্টা ভিগো ম্যাচ। খেলা দেখা যাবে জিএক্সআর ওয়েবসাইটে।

আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা এক দিনের ম্যাচ

তিন ম্যাচের সিরিজের প্রথম দু’টি ম্যাচ জিতে নিয়েছে আফগানিস্তান। আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ। এই ম্যাচ জিতলে প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করবে আফগানিস্তান। খেলা শুরু বিকেল ৫:৩০ থেকে। খেলা দেখা যাবে ইউরোস্পোর্ট চ্যানেল ও ফ্যানকোড অ্যাপে।

কলকাতা লিগে ডায়মন্ড হারবার বনাম কাস্টমস

কলকাতা ফুটবল লিগে সুপার সিক্স পর্বে আজ ডায়মন্ড হারবার ও কাস্টমসের খেলা। পয়েন্ট তালিকায় ডায়মন্ড হারবার ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। কাস্টমসের ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট। খেলা শুরু বিকেল ৩টে থেকে।

শ্রীলঙ্কা বনাম নিউ জ়িল্যান্ড টেস্ট

জমে গিয়েছে শ্রীলঙ্কা-নিউ জ়িল্যান্ড টেস্ট। তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৩৭। তারা ২০২ রানে এগিয়ে। হাতে ৬ উইকেট। আজ চতুর্থ দিনের খেলা সকাল ১০টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্ট চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE