চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবার ভারতের সামনে পাকিস্তান। প্রথম ম্যাচে কেমন হল রোহিত শর্মার দলের পারফরম্যান্স? পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে কী ভাবে তৈরি হচ্ছে দল? থাকছে সব খবর।
আইএসএলে কাল ইস্টবেঙ্গলের ম্যাচ, পরশু মোহনবাগানের ম্যাচ। লাল-হলুদের সামনে প্রথম ছ’য়ে থাকার লক্ষ্য। সবুজ-মেরুনের লক্ষ্য লিগ-শিল্ড জেতা। দুই দলের খবর। রয়েছে আইএসএলের ম্যাচ, রঞ্জির দু’টি সেমিফাইনাল।
এ বার ভারতের সামনে পাকিস্তান, রোহিত, বিরাটদের প্রস্তুতির খবর
চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ খেলে ফেলল ভারত। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করেছে রোহিত শর্মার দল। কেমন হল ভারতের পারফরম্যান্স? এর পরের ম্যাচ রবিবার। পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। পাকিস্তান প্রথম ম্যাচে নিউ জ়িল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে। থাকছে চ্যাম্পিয়ন্স ট্রফির সব খবর।
মোহনবাগানের লক্ষ্য লিগ-শিল্ড, ইস্টবেঙ্গলের লক্ষ্য প্রথম ছয়, দুই শিবিরের প্রস্তুতির খবর

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আইএসএলে কাল ইস্টবেঙ্গলের ম্যাচ, পরশু মোহনবাগানের ম্যাচ। লাল-হলুদের সামনে প্রথম ছ’য়ে থাকার লক্ষ্য। সবুজ-মেরুনের লক্ষ্য লিগ-শিল্ড জেতা। কাল পঞ্জাবের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গল হারলে আর প্রথম ছ’য়ে থাকতে পারবে না। পরশু মোহনবাগান যদি ওড়িশাকে হারায় তা হলে লিগ-শিল্ড জিতে নেবে। দুই দলের সব খবর।
আজ ঠিক হয়ে যাবে এ বারের রঞ্জি ট্রফির ফাইনালে খেলবে কারা
আজ ঠিক হয়ে যাবে এ বারের রঞ্জি ট্রফির ফাইনালে খেলবে কোন দুই দল। দু’টি সেমিফাইনালেরই আজ শেষ দিন। গুজরাতের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় রয়েছে কেরল। গত বারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের বিরুদ্ধে ভাল জায়গায় রয়েছে গত বারের রানার্স বিদর্ভ। দু’টি ম্যাচই শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ
আইএসএলে আজ নর্থইস্ট ইউনাইটেড খেলবে বেঙ্গালুরু এফসির সঙ্গে। ২১ ম্যাচে ৩২ পয়েন্টে রয়েছে নর্থইস্ট। বেঙ্গালুরুর ২০ ম্যাচে ৩১ পয়েন্ট। আজ ম্যাচ শিলংয়ে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।