চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ অভিযান শুরু করছে রোহিত শর্মার দল। ভারতের সামনে নাজমুল হোসেন শান্ত-মুস্তাফিজ়ুর রহমানদের বাংলাদেশ।
আইএসএলের লিগ-শিল্ড জয়ের দোরগোড়ায় মোহনবাগান। থাকছে সবুজ-মেরুনের সব খবর। রয়েছে মহমেডানের ম্যাচ, রঞ্জি ট্রফির দু’টি সেমিফাইনাল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরু রোহিতদের অভিযান, প্রতিপক্ষ বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ খেলতে নামছে ভারত। রোহিত শর্মা-বিরাট কোহলিদের সামনে প্রথম ম্যাচে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মুস্তাফিজ়ুর রহমানদের বিরুদ্ধে কি জিততে পারবে ভারত? খেলা শুরু দুপুর ২:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
রবিবার জিতলেই আইএসএলের লিগ-শিল্ড জিতবে মোহনবাগান, সবুজ-মেরুনের সব খবর

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
মোহনবাগানের চাই তিন পয়েন্ট। তাহলেই টানা দ্বিতীয় বার আইএসএলের লিগ-শিল্ড জিতবে সবুজ-মেরুন। রবিবার যুবভারতীতেই আসতে পারে সেই সাফল্য। ওই দিন ওড়িশাকে হারালেই চ্যাম্পিয়ন হবেন দিমিত্রি পেত্রাতোসেরা। তবে তার আগের দিন কেরালা ব্লাস্টার্সের কাছে গোয়া হারলে সে দিনই লিগ-শিল্ড জিতে যাবে মোহনবাগান। সবুজ-মেরুনের সব খবর।
আইএসএলে মহমেডানের ম্যাচ, বিপক্ষে জামশেদপুর এফসি
আইএসএলে আজ মহমেডানের খেলা। বিপক্ষে জামশেদপুর। ২০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সবার শেষে রয়েছে মহমেডান। কিশোর ভারতী স্টেডিয়ামে আজ জিতলেও সবার শেষেই থাকবে তারা। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
রঞ্জি ট্রফির দু’টি সেমিফাইনাল ম্যাচ, চতুর্থ দিনের খেলা
চলছে রঞ্জি ট্রফির দু’টি সেমিফাইনাল। আমদাবাদে গুজরাত খেলছে কেরলের বিরুদ্ধে। নাগপুরে বিদর্ভ মুখোমুখি মুম্বইয়ের। আজ চতুর্থ দিনের খেলা। দু’টি ম্যাচই শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে জিয়োহটস্টার অ্যাপে।