Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Footballers

EPL: বিকিনি পরা ছবির জন্য কেউ জনপ্রিয়, কেউ পেশায় মডেল! দলবদলে নজরে ফুটবলারদের প্রেমিকারা

কেউ পেশায় মডেল। কেউ নেটমাধ্যমে সক্রিয়। কারও অনুরাগীর সংখ্যা ৩০ লক্ষ। দলবদলের বাজারে নজর কাড়ছেন ফুটবলারদের প্রেমিকারা।

আয়াক্সের ডিফেন্ডার লিজান্দ্রো মার্তিনেজ ও মুরি লোপেজ বেনিতেজ।

আয়াক্সের ডিফেন্ডার লিজান্দ্রো মার্তিনেজ ও মুরি লোপেজ বেনিতেজ। ছবি: ইনস্টাগ্রাম।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ জুন ২০২২ ১৬:৪৫
Share: Save:

বিশ্বের বিভিন্ন লিগে খেলা বেশ কয়েক জন ফুটবলারের দিকে নজর দিয়েছে ইংল্যান্ডের ক্লাবগুলি। ফ্রেঙ্কি ডি জং, আলভারো মোরাতাদের নিতে আসরে নেমেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, আর্সেনালের মতো ক্লাব। তবে নজর শুধু ফুটবলারদের দিকে নেই। রয়েছে তাঁদের লাস্যময়ী প্রেমিকাদের দিকেও। দলবদল হলে প্রিমিয়ার লিগে গ্যালারিতে দেখা যাবে তাঁদের। গ্যালারির উষ্ণতা বাড়াবেন তাঁরা। দেখে নেওয়া যাক এমনই সাত ফুটবলার ও তাঁদের স্ত্রী, প্রেমিকাদের।

আয়াক্সের ডিফেন্ডার লিজান্দ্রো মার্তিনেজকে নিতে আগ্রহ দেখিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। কিছুটা এগিয়ে রয়েছে আর্সেনাল। তাঁর প্রেমিকা মুরি লোপেজ বেনিতেজ পেশায় মডেল। নেটমাধ্যমে উষ্ণতা ছড়ায় তাঁর বিকিনি পরা ছবি। সম্প্রতি এক উৎসবে তাঁর পোশাক নজর কেড়েছিল ভক্তদের। লিজান্দ্রো খেললে সাধারণত গ্যালারিতে দেখা যায় মুরিকে।

বার্সেলোনার মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি জংয়ের সঙ্গে কথাবার্তা প্রায় পাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। তাঁর প্রেমিকা মিকি কিমনের জনপ্রিয়তা রয়েছে নেটমাধ্যমে। একটি পোশাক সংস্থার মালকিন তিনি। মাঝেমধ্যেই দু’জনের ঘনিষ্ঠ ছবি প্রকাশ পায়। মিকিকে এ বার দেখা যেতে পারে ওল্ড ট্র্যাফর্ডে।

ফ্রেঙ্কি ডি জং ও মিকি কিমন।

ফ্রেঙ্কি ডি জং ও মিকি কিমন। ছবি: ইনস্টাগ্রাম

আয়াক্সের আর এক ফুটবলার অ্যান্টনিকে ম্যান ইউতে সই করাতে চাইছেন দলের কোচ এরিক টেন হ্যাগ। ব্রাজিলের ফুটবলারের প্রেমিকা রোসি সিলভা নেটমাধ্যমে উত্তাপ ছড়ান। তাঁর লাস্যময়ী অবতার এ বার গ্যালারিতে দেখতে পেতে পারেন লাল ম্যাঞ্চেস্টারের সমর্থকরা।

অ্যান্টনি ও রোসি সিলভা।

অ্যান্টনি ও রোসি সিলভা। ছবি: ইনস্টাগ্রাম

ইন্টার মিলানের ফুটবলার আলেহান্দ্রো বাস্তোনিকে সই করাতে পারে টটেনহ্যাম হটস্পার। প্রেমিকা কামিল্লা ব্রেসিয়ানির সঙ্গে মাঝেমধ্যেই তাঁর ছবি ভাইরাল হয়। নেটমাধ্যমে উত্তাপ ছড়ায় তাঁর বিকিনি পরিহিত ছবি।

আলেহান্দ্রো বাস্তোনি ও কামিল্লা ব্রেসিয়ানি।

আলেহান্দ্রো বাস্তোনি ও কামিল্লা ব্রেসিয়ানি। ছবি: ইনস্টাগ্রাম

জাতীয় দলে মেসির সতীর্থ লাউতারো মার্তিনেজকে সই করাতে পারে টটেনহ্যাম। তাঁর প্রেমিকা অগুস্তিনা গ্যানডল্ফোর ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যা প্রায় ১০ লক্ষ। ইংল্যান্ডের মাঠে উত্তাপ ছড়াতে এ বার দেখা যেতে পারে তাঁকে।

লাউতারো মার্তিনেজ ও অগুস্তিনা গ্যানডল্ফো।

লাউতারো মার্তিনেজ ও অগুস্তিনা গ্যানডল্ফো। ছবি: ইনস্টাগ্রাম

রোমার স্ট্রাইকার ট্যামি আব্রাহামকে আরও এক বার প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে। আর্সেনাল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেড দৌড়ে রয়েছে। তাঁর প্রেমিকা লিয়া মনরো নেটমাধ্যমে খুব সক্রিয়। ট্যামির খেলা থাকলেই তাঁকে দেখা যায় গ্যালারিতে।

ট্যামি আব্রাহাম ও লিয়া মনরো।

ট্যামি আব্রাহাম ও লিয়া মনরো। ছবি: ইনস্টাগ্রাম

আর্সেনালের হয়ে এ বার খেলতে দেখা যেতে পারে আলভারো মোরাতাকে। তাঁর প্রেমিকা অ্যালিস ক্যামপেল্লোর ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যা প্রায় ৩০ লক্ষ। সেখানে মাঝেমধ্যেই বিকিনি পরিহিত ছবি দেন তিনি। মোরাতার সঙ্গে অনেক ঘনিষ্ঠ ছবিও প্রকাশ করেন অ্যালিস।

আলভারো মোরাতা ও অ্যালিস ক্যামপেল্লো।

আলভারো মোরাতা ও অ্যালিস ক্যামপেল্লো। ছবি: ইনস্টাগ্রাম

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

Footballers Transfer Window Manchester United Arsenal Tottenham Hotspur F.C. Lisandro Martinez Frenkie de Jong Antony Alessandro Bastoni Lautaro Martinez Tammy Abraham Alvaro Morata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy