গোয়া পৌঁছে গেলেন এসসি ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল দিয়াস। বুধবার সহকারী কোচ অ্যাঞ্জেল গার্সিয়ার সঙ্গে গোয়া পোঁছে যান লাল-হলুদের কোচ। পৌঁছে গিয়েছেন নবনিযুক্ত ম্যানেজার মৃদুল বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার পৌঁছে গিয়েছিলেন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ফ্র্যানিয়ো পর্চে।
অরিন্দম ভট্টাচার্য, মহম্মদ রফিক, শঙ্কর রায়-সহ বাকি ফুটবলাররা বৃহস্পতিবার পৌঁছে যাবেন। তারপরই আইএসএল-এর প্রস্তুতি শুরু করবেন এসসি ইস্টবেঙ্গল ফুটবলাররা। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলে নিতে চায় এসসি ইস্টবেঙ্গল।
🅲🅷🅴🅲🅺🅴🅳 🅸🅽 ✅
— SC East Bengal (@sc_eastbengal) September 29, 2021
𝐓𝐇𝐄 𝐁𝐎𝐒𝐒 𝐈𝐒 𝐇𝐄𝐑𝐄!
Manuel 'Manolo' Diaz and Angel Puebla Garcia have arrived in our den 🏡!
𝙗𝙞𝙚𝙣𝙫𝙚𝙣𝙞𝙙𝙤 𝙨𝙚ñ𝙤𝙧.#JoyEastBengal #WeAreSCEB 🔴🟡 pic.twitter.com/KyhOxtIo5r
২১ নভেম্বর আইএসএল-এ অভিযান শুরু করবে এসসি ইস্টবেঙ্গল। তিলক ময়দানে জামশেদপুর ফুটবল ক্লাবের বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ ক্লাব। ২৭ নভেম্বর এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি-যুদ্ধে নামবে দল। গত মরসুমে ভাল খেলতে না পারলেও এবারে ঘুরে দাঁড়াতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল।