প্রস্তুতি: আমিরশাহির বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলন ভারতের। টুইটার।
সংযুক্ত আরব আমিরশাহি শক্তির বিচারে ওমানের চেয়ে অনেক এগিয়ে। কিন্তু ভারতীয় দলের কোচ ইগর স্তিমাচের দর্শন তাতে বদলাচ্ছে না। আজ, সোমবার ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের (১০৪) চেয়ে ৩০ ধাপ এগিয়ে থাকা আমিরশাহির (৭৪) বিরুদ্ধে দ্বিতীয় আন্তজার্তিক ফিফা ফ্রেন্ডলিতেও পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত রাখতে চান তিনি। এই কারণেই রক্ষণের প্রধান ভরসা সন্দেশ জিঙ্ঘানকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে ইগরের।
আগের ম্যাচে ওমানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও মনবীর সিংহের দুরন্ত গোলে প্রত্যাবর্তন ঘটিয়েছিল ভারত। এ বারের লড়াই যে আরও কঠিন তা মানছে জাতীয় কোচ। আমিরশাহির দায়িত্বে এখন ফান মারউইক। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তাঁর কোচিংয়েই রানার্স হয়েছিল নেদারল্যান্ডস। রবিবার দুপুরে দুবাই থেকে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ইগর বললেন, ‘‘আমিরশাহি গুণগত মানে ওমানের চেয়ে অনেক এগিয়ে। প্রচণ্ড গতিতে খেলে বিপক্ষের উপরে চাপ তৈরি করাই ওদের রণকৌশল। কিন্তু আমাদের পরীক্ষা-নিরীক্ষা বন্ধ হবে না। কারণ, শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে অভিজ্ঞতা অর্জন করাই তো মূল লক্ষ্য।’’
ওমানের বিরুদ্ধে ড্র করলেও মাঝমাঠে যে অনেক ভুল করেছিলেন ভারতের ফুটবলারেরা, মেনে নিয়েছেন কোচ। আমিরশাহির বিরুদ্ধে আর তার পুনরাবৃত্তি চান না তিনি। ইগরের কথায়, ‘‘আন্তর্জাতিক পর্যায়ে বিপক্ষের ফুটবলারদের খেলার সুযোগ দিলে ভুগতে হবে। মাঝমাঠে বল নিজেদের দখলে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’ তিনি যোগ করেন, ‘‘ফুটবলারদের বুঝতে হবে, এটা আইএসএল নয়। মাঝমাঠে বেশিক্ষণ পায়ে বল রাখার চেষ্টা করলেই চোট পাওয়ার সম্ভাবনা প্রবল। আন্তর্জাতিক ফুটবলে গতি এবং তীক্ষ্ণতা থাকা অত্যন্ত জরুরি। তরুণ ফুটবলারদের দ্রুত এই বিষয়গুলি শিখতে হবে।’’
আমিরশাহির বিরুদ্ধে শুধু সন্দেশ নয়, একাধিক ফুটবলার পরিবর্তন হতে পারে। দলে ফিরতে পারেন গুরপ্রীত সিংহ সাঁধু। ভারতীয় দলের গোলরক্ষকই সম্ভবত অধিনায়কত্ব করবেন সোমবারের ম্যাচে। রক্ষণে প্রীতম কোটালের সঙ্গে খেলতে পারেন আদিল খান। এ ছাড়াও শুরু থেকে লিস্টন কোলাসোর খেলার সম্ভাবনা উজ্জ্বল। ওমানের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নেমে অসাধারণ খেলেছিলেন লালেংমাওয়াই রালতে। আমিরশাহির বিরুদ্ধে তাঁকে শুরু থেকেই খেলাবেন ইগর। বললেন, ‘‘লালেংমাওয়াই দারুণ প্রতিভাবান ফুটবলার। এই ম্যাচে ও প্রথম থেকেই খেলবে। ওমানের বিরুদ্ধে যারা খেলেনি, তাদের সুযোগ
দিতে চাই এই ম্যাচে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy