Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Paris Olympics 2024

তালিবানের হাত এড়িয়ে অলিম্পিক্সে

২০২১ সালে আফগানিস্তানে তালিবান শাসন জারি হওয়ার পরে ২১ বছর বয়সি এই তরুণী সীমান্ত পার করে পাকিস্তানে চলে গিয়েছিলেন। পরের বছর উদ্বাস্তু হিসেবে স্পেনে চলে যান তিনি।

Manizha Talash

ব্রেক ডান্সার মানিজ়া তালাশ। ছবি: এক্স।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৪ ১০:৩২
Share: Save:

অলিম্পিক্স হল এমন একটি মঞ্চ যেখানে মানুষের জীবনের লড়াই প্রতিফলিত হয় ক্রীড়াঙ্গনে। যেখানে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার কাহিনি লেখা হয়ে যায় পারফরম্যান্সে। সে রকমই একটা কাহিনি লিখেছেন আফগানিস্তানের ব্রেক ডান্সার মানিজ়া তালাশ।

তিন বছর আগে তালিবান শাসনের হাত থেকে বাঁচতে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তালাশ। তিনি এ বার পা রেখেছেন প্যারিসে। যেখানে অলিম্পিক্সে প্রথম বারের মতো দেখা যাবে ব্রেক ডান্স।

২০২১ সালে আফগানিস্তানে তালিবান শাসন জারি হওয়ার পরে ২১ বছর বয়সি এই তরুণী সীমান্ত পার করে পাকিস্তানে চলে গিয়েছিলেন। পরের বছর উদ্বাস্তু হিসেবে স্পেনে চলে যান তিনি।

নানা ধরনের প্রতিকূলতার মুখে পড়লেও ব্রেক ডান্সের নেশা যায়নি তালাশের। যে ব্রেক ডান্সের প্রেমে তিনি প্রথম পড়ে যান সমাজমাধ্যমে একটি ভিডিয়ো দেখার পরে। তখন তিনি থাকতেন কাবুলে। তবে এই তরুণী কোনওদিন ভাবেননি অলিম্পিক্সের মতো মঞ্চে নিজেকে মেলে ধরতে পারবেন।

কাবুলে থাকাকালীন ব্রেক ডান্সের একটি ক্লাবে ছেলেদের সঙ্গে গোপনে অনুশীলন করতেন তালাশ। যে ক্লাবকে বারবার সন্ত্রাসের নিশানা বানানো হয়েছিল। প্যারিসে পা রেখে তালাশ বলেছেন,‘‘তালিবান আসার পরে আমরা অনেকে দেশ ছেড়ে চলে গিয়েছিলাম। অন্য দেশে গিয়ে বসবাস করতে উদ্বাস্তুদের অনেক সমস্যার মুখে পড়তে হয়। আমাকেও পড়তে হয়েছিল। কিন্তু লড়াই থেকে সরে আসেনি। স্বপ্ন দেখা ছাড়িনি।’’

নিজের স্বপ্নের পিছনে দৌড়ে আজ এই জায়গায় এসে পৌঁছেছেন। নিজেকে কি আপনি আফগান মেয়েদের জন্য আদর্শ এক নারী ভাবেন? তালাশ বলেছেন, ‘‘আমি নিজেকে ওদের আদর্শ মনে করি না। ওরা নিজেরাই নিজেদের আদর্শ।’’

ভারতের কথা জানেন তালাশ। বলেছেন, ‘‘মায়ের কাছে ভারত দেশটা নিয়ে অনেক কিছু শুনেছি। ভারতীয় সিনেমার ভক্ত মা। প্রচুর বলিউড সিনেমা দেখেন বাড়িতে।’’ পরিবার নিয়ে এখন স্পেনেই থাকেন তালাশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Paris Olympics 2024 Refugees
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE