কোচ জিরি ভানেকের সঙ্গে বাগ্দান পর্ব সেরে ফেললেন পেত্রা কিতোভা। দু’বারের উইম্বলডন চ্যাম্পিয়ন কিতোভা বাগ্দানের অনুষ্ঠান সারলেন অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবে।
২০১৬ থেকে কিতোভার কোচ প্রাক্তন টেনিস খেলোয়াড় ভানেক। এর মধ্যেই তাঁদের দু’জনের প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। নেটমাধ্যমে বাগ্দানের কথা জানিয়ে চেক প্রজাতন্ত্রের টেনিস খেলোয়াড় লিখেছেন, ‘সকলের সঙ্গে খুশির খবর ভাগ করে নিতে চাই। নিজের প্রিয় জায়গাতেই ভানেককে হ্যাঁ বললাম।’ ডব্লুটিএ ক্রমতালিকায় ২১ নম্বরে থাকা কিতোভা দু’জনের একটি ছবিও দিয়েছেন সঙ্গে।
এই সম্পর্কের জন্য প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় দুই সন্তানের পিতা ভানেকের। ২০১৬ সালে তাঁকে কোচ হিসাবে বেছে নেওয়ার আগে কিতোভা সম্পর্ক ছিন্ন করেন হকি খেলোয়াড় রাদেক মেলডির সঙ্গে। যদিও বিচ্ছেদের কিছু দিন আগেই ২০১৫ সালের ডিসেম্বরে মেলডির সঙ্গে বাগ্দান পর্ব সারেন কিতোভা।
Happy news we wanted to share with you guys… I said “yes” in my special place
— Petra Kvitova (@Petra_Kvitova) August 24, 2022pic.twitter.com/WlgDcKWMjr
কয়েক দিন আগে সিনসিনাটি ওপেনের ফাইনালে হারের পর কোচের সঙ্গে সম্পর্কের কথা প্রথম বার প্রকাশ্যে জানান বিশ্বের প্রাক্তন দু’নম্বর খেলোয়াড়। তার কয়েক দিনের মধ্যেই ৩২ বছরের কিতোভা সেরে ফেললেন বাগ্দান।