দলে ফিরলেন সরফরাজ। —ফাইল চিত্র
পাকিস্তানের ১৫ জনের দলে বদল। টি২০ বিশ্বকাপের জন্য যে প্রাথমিক দল ঘোষণা করেছিল পাকিস্তান, সেই দলে তিনটি পরিবর্তন করল তারা। শুক্রবার পাক নির্বাচকরা জানিয়েছেন, সরফরাজ আহমেদকে দলে ফিরিয়ে আনা হল।
৩৪ বছরের উইকেটরক্ষক ব্যাটসম্যানকে প্রথমে দলে রাখা হয়নি। শুক্রবার ১৫ জনের দলে আনা হয় প্রাক্তন অধিনায়ককে। ১০ অক্টোবর অবধি টি২০ বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের কাছেই সুযোগ রয়েছে পরিবর্তন করার।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে, “ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে এবং দলের সঙ্গে কথা বলে ফাখর জামান, হায়দার আলি এবং সরফরাজ আহমেদকে ১৫ জনের দলে নেওয়া হল।” ১৫ জনের দল থেকে বাদ পড়লেন খুশদিল শাহ, আজম খান এবং মহম্মদ হাসনাইন।
২৪ অক্টোবর ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ পাকিস্তানের। সেই ম্যাচ দিয়েই শুরু হবে পাকিস্তানের এ বারের টি২০ বিশ্বকাপ। গ্রুপ ২-তে ভারত এবং পাকিস্তান ছাড়াও রয়েছে আফগানিস্তান এবং নিউজিল্যান্ড। এ ছাড়া আরও দুই দল আসবে যোগ্যতা অর্জন পর্ব থেকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy