ধাক্কা: চোট সারিয়ে তুরিনে নামতে চান নোভাক। ফাইল চিত্র।
লেভার কাপে খেলার সময় কব্জিতে সমস্যা নিয়ে চিন্তায় নোভাক জোকোভিচ। যার জন্য তিনি দায়ী করছেন এটিপি টুর থেকে বেশ কিছুদিন দূরে থাকাকেই।
জুলাইয়ে নিজের ২১তম গ্র্যান্ড স্ল্যাম জেতার পরে লেভার কাপেই প্রথম প্রতিযোগিতায় নামেন জোকোভিচ। করোনার প্রতিষেধক না নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ওপেনে তিনি নামতে পারেননি। শনিবার অবশ্য লেভার কাপে সিঙ্গলস এবং ডাবলস ম্যাচে জেতেন জোকোভিচ। তবে রবিবার কানাডার তরুণ ফেলিক্স অগার আলিয়াসিমের কাছে তিনি হেরে যান। ‘‘সত্যি বলতে গত চার-পাঁচ দিন ধরে কব্জির সমস্যাটা সামলানোর চেষ্টা করছি। সব কিছু নিয়ন্ত্রণেই রয়েছে এখনও পর্যন্ত,’’ বলেন জোকোভিচ। তিনি যোগ করেছেন, ‘‘শনিবার দুটো ম্যাচ খেলার প্রভাব সম্ভবত পড়েছিল। রবিবার তাই ম্যাচে সমস্যা হচ্ছিল। যে ভাবে চাইছিলাম সার্ভ করতে পারছিলাম না।’’
তবে চোট সমস্যা কাটিয়ে নভেম্বরে তুরিনে এটিপি ফাইনালসে যোগ্যতা অর্জন করাই প্রধান লক্ষ্য তাঁর। এ জন্য চলতি সপ্তাহে তেল আভিভে তিনি একটি প্রতিযোগিতায় নামবেন। আগামী সপ্তাহে কাজ়াখস্তানে এবং তার পরে অক্টোবরের শেষ দিকে প্যারিস মাস্টার্সে। তাঁকে বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম ২০ জনের মধ্যে থাকতে হবে এটিপি ফাইনালসে খেলতে হলে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy