করোনা অতিমারিতে বিপদের মধ্যে ছিলেন তাঁরা। সামনে অলিম্পিক্স, এদিকে প্রস্তুতি হচ্ছিল না ঠিক ভাবে। এই ক্রীড়াবিদদের সুস্থ রাখার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা করছিল ভারতীয় অলিম্পিক্স কমিটি (আইওএ)। শনিবার সংস্থার সভাপতি নরেন্দ্র বাত্রা জানালেন, ১৪৮ জন ক্রীড়াবিদ ইতিমধ্যেই টিকা পেয়েছেন। এর মধ্যে ১৭ জনের দুটো ডোজই নেওয়া হয়ে গিয়েছে।
১৪৮ জনের মধ্যে রয়েছেন টোকিয়োগামী ক্রীড়াবিদরাও। পাশাপাশি ১৩ জন প্যারালিম্পিয়ানও তালিকায় রয়েছেন। সব মিলিয়ে ২০ মে পর্যন্ত মোট ১৬৩ জন টিকা নিয়েছেন। এর সঙ্গে রয়েছেন আধিকারিকরাও। আইওএ-র হিসেবে ৮৭ জন আধিকারিক টিকার একটি ডোজ নিয়েছেন। ২৩ জন দুটো ডোজই নিয়েছেন।
এখনও পর্যন্ত অলিম্পিক্সের জন্য যোগ্যতা অর্জন করেছেন ৯০-এরও বেশি ক্রীড়াবিদ। ২৩ জুলাই থেকে প্রতিযোগিতা শুরু হওয়ার আগে প্রত্যেককে টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছে আইওএ। এর মধ্যে বেশিরভাগেরই টিকা নেওয়া হয়ে গিয়েছে।
Got vaccinated today.
— C A Bhavani Devi (@IamBhavaniDevi) May 21, 2021
Urging my fellow mates to register and get vaccinated soon. Let's fight together, stay safe and take care. pic.twitter.com/8D2AzpCbTq