Advertisement
২৮ সেপ্টেম্বর ২০২৪
Manu Bhaker

পদক, ট্রফির মেলা দেখিয়ে নিন্দুকদের চুপ করালেন মনু

সম্প্রতি সমাজমাধ্যমে মনুর সর্বত্র অলিম্পিক্স পদক নিয়ে যাওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেন অনেকে। তাঁদের দাবি, জনসমক্ষে অলিম্পিক্স পদক নিয়ে গিয়ে মনু আসলে নিজের প্রচার করতে চাইছেন ও জনপ্রিয়তা বাড়াতে চাইছেন।

অদম্য: কেন দেখাব না? বিছানার উপর সব পদক নিয়ে মনু।

অদম্য: কেন দেখাব না? বিছানার উপর সব পদক নিয়ে মনু। ছবি: সমাজমাধ্যম।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪০
Share: Save:

সমালোচকদের পাল্টা জবাব দিয়েই চলেছেন প্যারিস অলিম্পিক্স মহিলা শুটিংয়ে জোড়া পদক জয়ী মনু ভাকর।

সম্প্রতি সমাজমাধ্যমে মনুর সর্বত্র অলিম্পিক্স পদক নিয়ে যাওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেন অনেকে। তাঁদের দাবি, জনসমক্ষে অলিম্পিক্স পদক নিয়ে গিয়ে মনু আসলে নিজের প্রচার করতে চাইছেন ও জনপ্রিয়তা বাড়াতে চাইছেন। এটার কী প্রয়োজন রয়েছে?

এর আগেও মনু সমাজমাধ্যমে কড়া ভাষায় পাল্টা জবাব দিয়েছিলেন। তবে তিনি যে সেখানেই থেমে নেই, তা ফের বুঝিয়ে দিয়েছেন। শুক্রবার বিছানার উপরে রাখা প্রচুর পদক সাজিয়ে একটি ছবি সমাজমাধ্যমে দিয়েছেন মনু। তিনি লিখেছেন, ‘‘মাত্র ১৪ বছর বয়সে শুটিং জীবন শুরু করেছি। চেষ্টা করেছি নিজের স্বপ্নের প্রতি সৎ থাকতে। আপনারাও যখন কিছু শুরু করবেন, চেষ্টা করবেন শেষ দেখে ছাড়ার। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, হাল ছাড়বেন না।’’

মনু আরও পরামর্শ দিয়েছেন, ‘‘আপনি যে বিষয় ভালবাসেন, তার প্রতি সৎ থাকুন। পরিশ্রম করুন। নিজেকে উজাড় করে দিন। সাফল্য আসবেই। অলিম্পিক্স পদক জেতার লক্ষ্যে আমি এখনও আগের মতোই স্থির। আশা করি ভবিষ্যতে আরও পদক জিতব।’’

মনুর পাশে দাঁড়িয়েছেন তাঁর কোচ যশপাল রানাও। তিনি বলেছেন, ‘‘অনেকেই বলছেন, কেন ও পদকগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা তো মনু অর্জন করেছে। তাই দেখাচ্ছে। অনেকেই পদক দেখতে চান।’’ যোগ করেন, ‘‘অলিম্পিক্সের আগে আমাদের কেউ কোথাও আমন্ত্রণ জানাননি। পদক জেতার পরে তা হলে কেন প্রশ্নগুলো উঠবে? ওকে পদক নিয়ে ঘুরতে দিন। পাশে থাকুন।’’

মনুও বলেন, ‘‘দেশের হয়ে অলিম্পিক্স পদক জেতার লড়াইটা কয়েক দিন আগে শুরু হয়নি। শেষ আট বছর ধরে লড়াই চলছে। এটা শুধু আমার নয়, দেশেরও। আমি যেখানেই যাই, সকলে পদক দেখতে চান। তাই নিয়ে যাই। সেই পদকের সঙ্গে আমার ছবি তুলে দেন। আমাকে বাহবা দেন। এগুলো উপভোগ করি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Manu Bhaker Olympic Medalist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE