বিরাট কোহালির নেতৃত্বাধীন ভারতীয় দল ফ্লোরিডায় টি টোয়েন্টি খেলতে ব্যস্ত। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারত। জিতলেও ভারতকে বেগ পেতে হয়েছে।
আজ, রবিবার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ক্যারিবিয়ানদের হারাতে পারলেই সিরিজ জিতে নেবে ভারত।
আরও পড়ুন: দুরন্ত ক্যাচ নিয়েও সোশ্যাল মিডিয়ায় ট্রোলড যুবরাজ
কোহালিদের থেকে এখন অনেক দূরে মহেন্দ্র সিংহ ধোনি। ৩১ জুলাই সেনাবাহিনীতে যোগ দিয়েছেন তিনি। অগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত তিনি সেনাবাহিনীর সঙ্গে থাকবেন। টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল তিনি। সেই ধোনিকেই সেনাবাহিনীর অন্য সদস্যদের সঙ্গে ভলিবল খেলতে দেখা গিয়েছে। ধোনির ভলিবল খেলার সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। সীমান্তে সেনাবাহিনীর সঙ্গে টহল দেওয়ার কথা ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের।
কিংবদন্তি ভারতীয় উইকেটরক্ষক কবে অবসর নেবেন, তা নিয়ে কৌতূহলের অন্ত নেই দেশের ক্রিকেটভক্তদের। আপাতত ক্রিকেট থেকে অনেক দূরে ধোনি। ঋষভ পন্থের মতো তরুণ ক্রিকেটারকে খেলার সুযোগ করে দিয়েছেন তিনি। কোহালিও নতুনদের পরীক্ষা করে নিচ্ছেন। মাহি আপাতত নিজেকে ব্যস্ত রাখছেন সেনাবাহিনীর কাজে।
Lt. Colonel Mahendra Singh Dhoni spotted playing volleyball with his Para Territorial Battalion!💙😊
— MS Dhoni Fans Official (@msdfansofficial) August 4, 2019
Video Courtesy : DB Creation #IndianArmy #MSDhoni #Dhoni pic.twitter.com/H6LwyC4ALb