Advertisement
০৫ নভেম্বর ২০২৪
IPL Auction 2021

ইডেনের হ্যাটট্রিকের পর কলকাতার কাছে ফের কৃতজ্ঞ হরভজন

আইপিএলের ইতিহাসে এখনও অবধি ৪টি ট্রফি জিতেছেন হরভজন। কখনও চেন্নাইয়ের হয়ে, কখনও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে।

এই ছবি এ বার দেখা যাবে কলকাতার জার্সিতে।

এই ছবি এ বার দেখা যাবে কলকাতার জার্সিতে। ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২১ ১০:২৫
Share: Save:

চেন্নাইয়ের নিলামে অন্যতম বড় চমক ছিলেন হরভজন সিংহ। চেন্নাই সুপার কিংস ছেড়ে বেরিয়ে এসে তিনি নিজের দর রেখেছিলেন ২ কোটি টাকা। ৪০ বছরের স্পিনারের এত দাম রাখা দেখে অবাক হয়েছিলেন অনেকেই। তবে শেষ পর্যন্ত সেই ২ কোটি টাকা দিয়েই তাঁকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলের ইতিহাসে এখনও অবধি ৪টি ট্রফি জিতেছেন হরভজন। কখনও চেন্নাইয়ের হয়ে, কখনও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। এ বার তিনি কলকাতার হয়ে ট্রফি জিততে চান বলে জানিয়েছেন। টুইট করে হরভজন লেখেন, ‘আরও এক বার ট্রফি জিততে চাই। এ বার সোনালি, বেগুনি রঙের জার্সিতে। ধন্যবাদ আমাকে দলে নেওয়ার জন্য। আমার থেকে সব সময় ১০০ শতাংশ পাবে। খুব তাড়াতাড়ি দেখা হবে’।

২০০১ সালে ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন হরভজন। তারপর ফের কলকাতার সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে ভাজ্জির।

হরভজন ছাড়া আরও ৭ জন ক্রিকেটারকে কিনেছে কলকাতা বৃহস্পতিবারের নিলাম থেকে। তার মধ্যে অন্যতম বড় নাম অবশ্যই শাকিব আল হাসান। ৩ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনেছে কলকাতা। নাইটদের দলে শাকিব, হরভজন ছাড়াও বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সুনীল নারাইনের মতো স্পিনার রয়েছেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE