পুলিশের লাঠির আঘাতে জখম ইস্টবেঙ্গল সমর্থকরা নিজস্ব চিত্র
বুধবার দুপুরে অগ্নিগর্ভ হয়ে ওঠে ইস্টবেঙ্গল ক্লাব। চুক্তিপত্রে সই করা নিয়ে দুই সমর্থক গোষ্ঠীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, সংঘর্ষের পর আসরে নামে পুলিশও। তাদের লাঠির আঘাতে আহত হন বেশ কয়েকজন সমর্থক। এই ঘটনার নিন্দায় সরব হল আইএসএল ও আই লিগের বিভিন্ন ক্লাবের সমর্থকরা।
নেটমাধ্যমে কলকাতা পুলিশের ওপর ক্ষোভ উগরে দিলেন আইএসএল-এর ক্লাব বেঙ্গালুরু এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, মুম্বই সিটি এফসি, এফসি গোয়া এবং আই লিগের ক্লাব চেন্নাই সিটি এফসি-র সমর্থকরা।
সংবাদমাধ্যমে ইস্টবেঙ্গল সমর্থকদের মার খাওয়ার দৃশ্য দেখা গেলেও লাঠিচার্জের ঘটনা অস্বীকার করে কলকাতা পুলিশ। তবে চুপ করে থাকেনি অন্যান্য ফুটবল ক্লাবের সমর্থকরা। সুনীল ছেত্রীদের ক্লাব বেঙ্গালুরু এফসি-র সমর্থক ওয়েস্ট ব্লক ব্লুজের তরফ থেকে টুইট করে জানান হয়, ‘আমরা পুলিশের লাঠিচার্জের শিকার হওয়া ইস্টবেঙ্গল সমর্থকদের পাশে রয়েছি। এই সমর্থকরা সঠিক ফুটবলের পরিকাঠামো ও ক্লাব প্রশাসনে স্বচ্ছতার দাবি তুলেছেন। আমরা আশা করব দ্রুত ইস্টবেঙ্গলের সমস্যা মিটে যাবে'।
We stand in solidarity with our fellow football fans who were lathi-charged today in Kolkata. Fans demanding better governance of a storied footballing institution should be heard, not hurt. We hope for better days for East Bengal and its fans. #JoyEastBengal #IndianFootball
— West Block Blues (@WestBlockBlues) July 21, 2021
We condemn the acts of violence inflicted upon the East Bengal fans. A lathi charge is no way to treat fans gathering peacefully to save their club. Our hearts go out to all who underwent any physical or mental hurt. Stay strong. #EastBengal
— West Coast Brigade 🏆 (@WCBMumbai) July 21, 2021
নর্থইস্ট ইউনাইটেডের ফ্যান ক্লাব হাইল্যান্ডার ব্রিগেড টুইট করে লেখে, ‘আমরা পুলিশের এই ন্যাক্কারজনক ব্যবহারের তীব্র নিন্দা করছি এবং ইস্টবেঙ্গল সমর্থকদের পাশে দাঁড়াচ্ছি।’ গত মরশুমের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি-র সমর্থক ওয়েস্ট কোস্ট ব্রিগেডের তরফ থেকে টুইট করে বলা হয়, ‘ইস্টবেঙ্গল সমর্থকদের ওপর হিংসার প্রতিবাদ করছি আমরা। ফুটবল সমর্থকদের ওপর লাঠিচার্জের ঘটনা মানা যায় না। ক্লাবকে বাঁচাতে তারা শান্তিপূর্ণ অবস্থান করছিলেন। যারা আহত হয়েছে তাদের জন্য যন্ত্রণায় আমাদের বুক ফেটে যাচ্ছে।’
We strongly condemn the brutality and act of violence by the police on the #EastBengal fans during their peaceful protest. We stand in solidarity with the EastBengal fans. Stay strong. ✊🏼#FootballAgainstViolence
— Highlander Brigade (@HighlanderB8) July 21, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy